এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,২৪ ডিসেম্বর : বিজেপির কর্মসূচি চলাকালীন হামলার ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়াল বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের উত্তর বার অঞ্চলের বৈতল ঝগড়ায় মন্দির উত্তর বার এলাকায় । উত্তর বার অঞ্চলের চারটি গ্রামে বিজেপির দলীয় পতাকা টাঙানো ছাড়াও ‘আর নয় অন্যায়’ ও ‘আর নয় বেকারত্ব’ প্রচার চলাকালীন প্রায় বেশ কিছু তৃণমূলের লোকজন লাঠি সোঁটা নিয়ে বিজেপি কর্মীদের উপর আচমকা হামলা চালায় বলে অভিযোগ । পুলিশের সামনেই বিজেপি কর্মীরা আক্রান্ত হলেও পুলিশ কার্যাত নির্বাক দর্শকের ভুমিকা পালন করে বলে অভিযোগ তুলেছে বিজেপি । এই ঘটনায় ১০-১২ জন বিজেপি কর্মী জখম হয়েছেন বলে খবর । তাঁদের সকলকে হাসপাতালে চিকিৎসা করানো হয় । আহতদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় বিষ্ণুপুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । যদিও তৃণমূলের তরফ থেকে হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে ।
জয়পুর ব্লকে বিজেপির ২ নম্বর মন্ডলের সভাপতি মানু চন্দ বলেন,’পুলিশের অনুমতি নিয়েই আমাদের কর্মসূচির আয়োজন করা হয়েছিল । আমাদের কর্মীদের উপর হামলা হতে পারে বলে আগেই আমরা পুলিশের কাছে আশঙ্কা প্রকাশ করেছিলাম । তা সত্ত্বেও পুলিশ কোনও আগাম ব্যাবস্থা নেয়নি ।’ পাশাপাশি তিনি বলেন, ‘লোকসভা ভোটের পর থেকেই এলাকায় তৃনমূলের অস্তিত্ব নেই । তাই তারা বাইরে থেকে ৭০-৮০ জন ভাড়াটে গুন্ডা এনে এলাকা দখলের উদ্দেশ্যে আমাদের কর্মীদের উপর হামলা চালিয়েছে ৷ হামলাকারীদের প্রত্যেকের হাতে লোহার রড,লাঠি সোঁটা ছিল । উত্তর বার গ্রাম পঞ্চায়েতের প্রধান দিলীপ ঘোষের নেতৃত্বেই এই হামলা হয়েছে ।’ অন্যদিকে পঞ্চায়েত প্রধান দিলীপ ঘোষের দাবি, ‘এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই । তাঁদের বিরুদ্ধে অপপ্রচার করছে বিজেপি ।।