এইদিন ওয়েবডেস্ক,নয়া দিল্লি,০৪ আগস্ট : দেশে আসন্ন স্বাধীনতা দিবসকে সামনে রেখে সতর্কতা জারি করেছে গোয়েন্দা সংস্থাগুলো । গোয়েন্দা সংস্থাগুলোর আশঙ্কা, ১৫ আগস্টের দিন দিল্লির বহু গুরুত্বপূর্ণ জায়গাকে নিশানা করতে পারে লস্কর-ই-তৈয়বা, আইএসআই এবং জইশের মত কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠনগুলি । এই কারনে দিল্লি পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে আইবি । বিএসএফকেও সীমান্তে সর্বদা সজাগ থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে । এছাড়া দেশের অভ্যন্তরে রোহিঙ্গা ও আফগান নাগরিকদের কলোনিগুলিতে কড়া নজরদারি চালানোর জন্যেও পুলিশের উপর নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর ।
সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, গোয়েন্দা সংস্থাগুলি এনিয়ে ১০ পৃষ্ঠার একটি প্রতিবেদন পেশ করেছে । ওই প্রতিবেদনে লস্কর-ই-তৈয়বা, আইএসআই এবং জইশ-এ- মহম্মদের ভয়ঙ্কর ষড়যন্ত্রের কথা উল্লেখ করা হয়েছে । প্রতিবেদনে বলা হয়েছে, আইএসআই তাদের লজিস্টিক সাহায্য দিয়ে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করেছে । তারা মূলত টার্গেট করতে চাইছে বহু নেতাসহ বড় বড় সংস্থাগুলির ভবনগুলোকে । ওই প্রতিবেদনে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে এবং উদয়পুর এবং অমরাবতীর ঘটনা উল্লেখ করে পুলিশকে জনবহুল এলাকায় সর্বদা সতর্ক থাকার জন্য বলা হয়েছে ।
প্রতিবেদনে বলা হয়েছে,সন্ত্রাসী সংগঠনগুলি হামলার জন্য ইউএভি এবং প্যারা গ্লাইডারও ব্যবহার করতে পারে। তাই সীমান্তে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্সকে(বিএসএফ) । আইবি তাদের প্রতিবেদনে বিশেষ করে রোহিঙ্গা ও আফগান নাগরিকদের বসবাসের এলাকাগুলোর উপর কড়া নজর রাখতে বলেছে ।।