প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১০ জুন : কোদাল ও ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে যুবককে জখম অভিযোগে গ্রেপ্তার হলেন এক ব্যক্তি। ধৃতের নাম মঙ্গল টুডু। তাঁর বাড়ি পূর্ব বর্ধমানের জামালপুর থানার সালালপুরে।জামালপুর থানার পুলিশ বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু কে পুলিশ এদিনই ধৃতকে পেশ করে বর্ধমান আদালতে ।ভারপ্রাপ্ত সিজেএম ধৃতের জামিন নামাঞ্জুর করে বিচারবিভাগীয় হেপাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানিয়েছে, বুধবার রাত ৮ টা নাগাদ সালালপুরের যুবক সৌমেন বারুই পাড়ার দোকান থেকে জিনিসপত্র কিনে বাড়ি ফিরছিলেন।ওই সময়ে এলাকার রাস্তার ধারে বসে মঙ্গল সহ কয়েকজন রাজনৈতিক আলোচনা করছিল।সৌমেনকে দেখতে পেয়েই তাঁর উদ্দেশ্যে তারা অশালীন মন্তব্য করে। তা শুনে সৌমেন প্রতিবাদ করতেই মঙ্গল ও তার সঙ্গীরা ক্ষিপ্ত হয়েওঠে। এর পরেই মঙ্গল ও তার সঙ্গীরা কোদাল ও অন্যান্য ধারালো অস্ত্র দিয়ে যুবক সৌমেনের মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। তাতে তাঁর মাথা ফাটে। স্থানীয় বাসিন্দারা রক্তাত অবস্থায় সৌমেনকে উদ্ধার করে মেমারি হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করান। ঘটনার কথা জানিয়ে ওইদিন রাতেই সৌমেনের বাবা অভিযুক্তদের বিরুদ্ধে জামালপুর থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে মামলা রুজু করে তদন্তে নেমে পুলিশ এদিন অভিযুক্তদের একজনকে গ্রেপ্তার করে । পুলিশ বাকি অভিযুক্তদেরও সন্ধান চালাচ্ছে ।।