এইদিন ওয়েবডেস্ক,দিনহাটা(কোচবিহার),২৫ ফেব্রুয়ারী : কোচবিহারের দিনহাটার বাসন্তী এলাকায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়ির উপর হামলার ঘটনা ঘটেছে । অভিযোগের তির তৃণমূলের দিকে । জানা গেছে, শনিবার নিশীথ প্রামাণিক দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন । তাঁর সঙ্গে কয়েকটি গাড়িতে ছিল কয়েকজন দলীয় বিধায়ক এবং কিছু কর্মী-সমর্থক । কিন্তু কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কনভয় বাসন্তীর বুড়িরহাটের বাজার এলাকায় আসতেই গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়,পাশাপাশি বোমাবাজি ও গুলি চালানো হয় বলে অভিযোগ উঠেছে । পাথরের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় মন্ত্রীর গাড়ির উইন্ড স্ক্রীন । ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাইক ।
এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন নিশীথ প্রামাণিক । তাঁর অভিযোগ সমগ্র ঘটনা পুলিশের সামনে ঘটলেও পুলিশ কার্যত নির্বাক দর্শকের ভূমিকা পালন করেছে । পুলিশ হামলাকারী তৃণমূল কর্মীদের নিরাপত্তা দিয়েছে বলেও তিনি অভিযোগ তুলেছেন । প্রসঙ্গত,তৃণমূল নেতা উদয়ন গুহ ঘোষণা করেছিলেন নিশীথ প্রামানিক যেখানেই যাবেন সেখানেই তাঁকে কালো পতাকা দেখানো হবে । এর আগে দিনহাটার বুড়িরহাট এলাকায় নিশীথ প্রামাণিককে কালো পতাকা দেখানো হয় । এদিন সরাসরি কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর গাড়িতে হামলার ঘটনা ঘটল ।।