এইদিন ওয়েবডেস্ক,শিলিগুড়ি,২৬ সেপ্টেম্বর : বাংলা ভাষা বলতে না পারায় দুই বিহারী পড়ুয়ার উপর হামলার অভিযোগ উঠল ‘বাংলা পক্ষ’ নামে একটি সংগঠনের বিরুদ্ধে । বিহারের পাটনার দানাপুরের বাসিন্দা অঙ্কিত যাদব নামে একজন পড়ুয়ার কানধরে ওঠবস করানো ও ‘বাংলা পক্ষ’-এর এক সদস্যের পায়ে মাথা রাখতে বাধ্য করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর নিন্দার ঝড় বয়ে গেছে গোটা দেশ জুড়ে । এদিকে বিতর্কের সৃষ্টি হতেই এসওজি বাংলাপক্ষের দুই পান্ডা রজত ভট্টাচার্য ও গিরিধারী রায়কে পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে উত্তরবঙ্গ সংবাদ । প্রতিবেদনে বলা হয়েছে, রানিডাঙ্গার যে বাড়িতে ওই দুই বিহারী পরীক্ষার্থী পরীক্ষা দিতে এসে ভাড়া নিয়েছিলেন, সেই বাড়ির মালিকদের দায়ের করা অভিযোগের ভিত্তিতে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয় ।
প্রসঙ্গত,রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার আসার পর পরই আচমকা গজিয়ে ওঠে ‘বাংলা পক্ষ’ নামে ওই সংগঠনটি । তাদের নিশানায় থাকে মূলত ভিন রাজ্যের হিন্দিভাষীরা । রাজ্যে ব্যাঙ্কের বিভিন্ন শাখা ও অফিসে গিয়ে হিন্দিভাষীরা এরাজ্যে এসে কেন বাংলায় কথা বলবে না তা নিয়ে তর্কবিতর্ক করতে দেখা যায় সংগঠনের সদস্যদের ৷ বিশেষ করে বিহারীদের প্রতি সংগঠনের সদস্যরা বেশি আক্রমণাত্মক ভূমিকা নেয় বলে অভিযোগ । সামাজিক যোগাযোগ মাধ্যমে বিহারীদের সম্পর্কে বহু কটুক্তিও করতে দেখা যায় তাদের । এই সমস্ত কর্মকাণ্ডের জন্য ওই সংগঠনের বিরুদ্ধে প্রাদেশিকতার বিষ ছড়ানোর অভিযোগও ওঠে।
এদিকে দুই বিহারী যুবকের উপর হামলার ভিডিও প্রকাশ্যে আসার পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন দুই কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান ও গিরিরাজ সিং। দুই কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি) নিয়োগের জন্য শারীরিক পরীক্ষায় অংশ নিতে পশ্চিমবঙ্গে গিয়েছিলেন বিহারের ওই দুই পরীক্ষার্থী। সেখানেই রাতের অন্ধকারে ঘুম থেকে তুলে ওই দুই পরীক্ষার্থীকে আক্রমণ করা হয় । হামলাকারীরা নিজেদের পুলিশের লোক বলেও পরিচয় দেয়।
ভিডিওতে দেখা গেছে, দুই বিহারী যুবক যখন ঘরের মধ্যে বিছানায় শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন সেই সময় বাংলা পক্ষের সদস্যরা আচমকাই সেখানে ঢুকে পড়ে । রজত ভট্টাচার্য নামে ওই ব্যক্তি দুই পরীক্ষার্থীকে টেনে তুলে তারা বাংলা জানে কিনা জিজ্ঞাসা করে । তাদের পরিচয়পত্র দেখতে চেয়ে হেনস্তা করে । ছেড়ে দেওয়ার জন্য দুই পরীক্ষার্থী কার্যত অনুনয় বিনয় করেন । তাতেও বাংলা ভাষার কথিত রক্ষকদের মন গলেনি । উলটে তারা নিজেদের আইবি ও পুলিশ বলে পরিচয় দেয় । এরপরই দুই বিহারী যুবককে কান ধরে ওঠবস করানো হয় এবং পায়ে মাথা ঠেকাতে বাধ্য করা হয় ।এমনকী দ্বিতীয়বার যেন বাংলায় পরীক্ষা দিতে না আসে বলেও সতর্ক করা হয় ।
এই ঘটনায় গিরিরাজ সিং এর প্রতিক্রিয়া,’বাংলায় রোহিঙ্গা মুসলমানদের লাল গালিচা ও পরীক্ষা দিতে যাওয়া বিহারের যুবকদের ওপর হামলা? এই যুবকরা কি ভারতের অংশ নয়? মমতা সরকার কি শুধু ধর্ষকদের বাঁচাতেই চুক্তি নিয়েছে ?’
কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ান টুইট করেছেন, ‘পশ্চিমবঙ্গে বিহারি ছাত্রদের উপর নৃশংস হামলার খবর অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। সেখানকার মুখ্যমন্ত্রী আবারও বিহারীদের অপমান করেছেন, যা কিছুতেই মেনে নেওয়া যায় না। আমি মমতা বন্দ্যোপাধ্যায় জিকে জিজ্ঞেস করতে চাই পশ্চিমবঙ্গে পরীক্ষা দেওয়াও কি অপরাধ? এরপরও কি বিরোধী দলের নেতারা চুপ থাকবেন? আমি বিহারের বিরোধীদলীয় নেতাদের কাছে জানতে চাই, এখন আপনারা তৃণমূল কংগ্রেসকে কোন অধিকারে সমর্থন করবেন? আমি মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী নীতিশ কুমারকে এই বিষয়টির পুঙ্খানুপুঙ্খ তদন্ত করার এবং দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি ।’।