এইদিন ওয়েবডেস্ক,ঝিনাইদহ(বাংলাদেশ),০৮ অক্টোবর : বাংলাদেশে দুর্গোৎসব মিটতেই মন্দিরে হামলা শুরু করে দিয়েছে জিহাদিরা । রাতের অন্ধকারে শতাব্দী প্রাচীন কালী মন্দিরে হামলা চালিয়ে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হল দেবী কালীর মূর্তি । ঘটনাটি ঘটেছে বাংলাদেশের ঝিনাইদহ জেলার(Jhenaidah District)ধলহারচন্দ্র ইউনিয়নের (Dhalharachandra Union) ৮ নম্বর শৈলকুপা উপজেলার (Shailkupa Upazila) দাউটিয়া সার্বজনীন কালী মন্দিরে (Dautiya Sarvajanin Kali Mandir) । বৃহস্পতিবার রাতে ঘটনার পর শনিবার দুপুর পর্যন্ত কোনো অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ । এই ঘটনায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষদের মধ্যে ।
জানা গেছে,দাউটিয়া সার্বজনীন কালী মন্দিরটি ব্রিটিশ আমলে নির্মিত । তখন থেকেই পূজিতা হয়ে আসছে দেবী কালীর মূর্তিটি । মন্দির কমিটির সভাপতি সুকুমার কুণ্ড জানিয়েছেন,প্রতিবছর দূর্গাপূজোর সময় মন্দিরে বিশেষ পূজোর আয়োজন করা হয়ে থাকে । এবারেও হয়েছিল । প্রচুর পূণ্যার্থীদের ভিড় হয় । অথচ এবারে কোনো নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি । আর সেই সুযোগে ঘটনার দিন রাত্রে যখন মন্দির ফাঁকা হয়ে যায় সেই সময় মন্দিরে হামলা চালানো হয় । ভেঙে ফেলা হয় প্রাচীন দেবী মূর্তিটি । এনিয়ে থানায় অভিযোগ জানানো হয়েছে বলে জানিয়েছেন তিনি ।
ঝিনাইদহের এএসপি অমিত কুমার বর্মণ জানান, এই ঘটনায় এফআইআর নথিভুক্ত করা হয়েছে । অভিযুক্তদের সন্ধান চলছে ।।