এইদিন ওয়েবডেস্ক,কুড়িগ্রাম(বাংলাদেশ),০৩ মে : বাংলাদেশে ফের হিন্দু মন্দিরে হামলা চালালো জিহাদিরা । এবারে কুড়িগ্রাম (Kurigram) জেলার ফুলবাড়ী (Phulbari) উপজেলার নওডাঙ্গা (Naodanga) ইউনিয়নের গোরোকমণ্ডল রায়পাড়া (Gorokamandal Raypara) গ্রামে মঙ্গলবার ভোরে একসাথে ৪ টি মন্দিরের ৮ টি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে । ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত ওসি ফজলুর রহমান জানান,ওই গ্রামের হরিদেব মন্দির, মনসা মন্দির, মহাদেব মন্দির ও রাধাকৃষ্ণ মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাঙচুর করেছে অজ্ঞারপরিচয় সন্ত্রাসবাদীরা । হামলাকারীদের সন্ধান চলছে বলে তিনি জানিয়েছেন ।
এদিকে একের পর এক মন্দিরে হামলার খবর পেয়ে গোরোকমণ্ডল রায়পাড়া গ্রামে যান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্য, কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদ হোসেন ও ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন দাস । সুমনবাবু অবিলম্বে দোষীদের চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানিয়েছেন ।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক অনিল চন্দ্র রায় বলেন, হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ছড়াতেই পরিকল্পিতভাবে মন্দিরে হামলা চালানো হয়েছে । তিনিও দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন । যদিও বুধবার সকাল পর্যন্ত হামলাকারী জিহাদিদের কোনো হদিশ করতে পারেনি পুলিশ ।।