এইদিন ওয়েবডেস্ক,দক্ষিণ দিনাজপুর,৩০ মার্চ : শনিবার রাতের অন্ধকারে দক্ষিণ দিনাজপুরের জাহাঙ্গীরপুরে শীতলা মাতা মন্দিরে দুষ্কৃতীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠল । ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে অসম্পূর্ণ দেবী প্রতিমা৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে প্রচুর পুলিশবাহিনী । অভিযোগ যে ভাঙা মুর্তি সরানোর জন্য পুলিশ স্থানীয় বাসিন্দাদের উপর চাপ সৃষ্টি করে । এমনকি ভাঙাচোরা মুর্তি না সরালে পুলিশ ‘আইনি ব্যবস্থা’ নেবে বলেও হুঁশিয়ারি দেয় বলে অভিযোগ । সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিওতে জনৈক এক পুলিশ আধিকারিককে ভাঙাচোরা মুর্তিকে মন্দিরের মধ্যে ওই অবস্থায় রেখে দেওয়াকে “একদমই অধর্ম হয়ে যায়” বলেও মন্তব্য করতে শোনা গেছে৷ অন্য এক পুলিশ আধিকারিক নিজেকে ব্রাহ্মণ বলে দাবি করে মন্দিরে ভাঙা মুর্তি রাখা কেন অনুচিত তার ধর্মীয় ব্যাখ্যা দিতে শোনা যায় । তিনি এও জানান যে নতুন মুর্তি পুলিশ তৈরি করে দেবে এবং ভাঙা মুর্তি দীর্ঘক্ষণ রাখলে ‘উত্তেজনা ছড়াবে’ বলেও মন্তব্য করেন তিনি । পুলিশ গ্রামবাসীকে পরামর্শ দেয়, ‘আপনারা অভিযোগ দিন, আমরা পূর্ণাঙ্গ তদন্ত করব’ । এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে । এদিকে রাজ্য বিজেপির সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এই ঘটনাকে ‘চূড়ান্ত নিন্দনীয় এবং বর্বরোচিত আক্রমন’ বলে অবিহিত করে বলেছেন,’শীঘ্রই তৃণমূল কংগ্রেসের তোষণের সরকারের অপদার্থ পুলিশ-প্রশাসনকে এর সমুচিত উত্তর দেবে৷’
তিনি এক্স-এ প্রতিমা ভাঙচুরের ছবি পোস্ট করে লিখেছেন,’দক্ষিণ দিনাজপুরের জাহাঙ্গীরপুর অঞ্চলের কেশবপুরে শ্রী শ্রী শীতলা মাতার মন্দিরে তাণ্ডব দেখুন। বাংলাদেশের মৌলবাদী জেহাদীদের কায়দায় রাতের অন্ধকারে দেবীর প্রতিমা ভাঙচুর করে লণ্ডভণ্ড করে দেওয়া হয়েছে মন্দির! হিন্দুদের আস্থার আশ্রয়স্থল এই মন্দিরে চূড়ান্ত নিন্দনীয় এবং বর্বরোচিত আক্রমনের ঘটনায় কারা জড়িত রয়েছে, তা অবিলম্বে তদন্ত করে প্রকাশ না করলে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ শীঘ্রই তৃণমূল কংগ্রেসের তোষণের সরকারের অপদার্থ পুলিশ-প্রশাসনকে এর সমুচিত উত্তর দেবে।’।

