এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৮ এপ্রিল : বুধবার মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানা এলাকায় রামনবমীর শোভাযাত্রায় হামলায় সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেই দায়ি করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । বেলডাঙ্গা-২ ব্লকের শক্তিপুরে দুর্বৃত্তদের ছোড়া বোমার স্প্লিন্টার লেগে জখম হয়েছে এক ৪ বছরের শিশু । মাথা ফেটেছে বেশ কয়েকজন রামভক্তের । একজনের হাত কেটে নেওয়া হয়েছে বলে অভিযোগ । শক্তিপুরের মানিক্যহার মোড়ে রামনবমীর শোভাযাত্রায় যখন হামলা হয় তখন পুলিশ পূণ্যার্থীদের লক্ষ্য করে টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে বলে অভিযোগ শুভেন্দুর । একই রকমভাবে মুর্শিদাবাদের রেজিনগরে হিন্দু ভক্তদের নিশানা করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন বিজেপির সর্বভারতীয় আইটি সেল ইনচার্জ অমিত মালব্য।
এদিকে মুর্শিদাবাদে রামনবমীর শোভাযাত্রায় হামলার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ‘উসকানিমূলক’ মন্তব্যকেই দায়ি করেছেন শুভেন্দু অধিকারী । তিনি এনিয়ে রাজ্যপালকে চিঠি লিখে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন । পাশাপাশি ঘটনার এন আই এ কে দিয়ে তদন্ত এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচন কমিশনকে ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন ।
বুধুবার রাজ্যপালকে লেখা চিঠির প্রতিলিপি নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করে শুভেন্দু অধিকারী লিখেছেন,’পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে বিভিন্ন স্থানে রাম নবমী মিছিলগুলি ব্যাহত এবং আক্রমণ করা হয়েছে, মুখ্যমন্ত্রীর উত্তেজক বক্তৃতার কারণে যা সফলভাবে দুষ্কৃতীদের উস্কে দিয়েছিল, যারা আশ্বস্ত হয়েছিল যে আইন প্রয়োগকারী সংস্থা তাদের বিরুদ্ধে কাজ করবে না কারণ তাদের হাত বেঁধে দেওয়া হয়েছে। রাম নবমী সম্পর্কে মুখ্যমন্ত্রী প্রকাশ্য জনসভায় বলেছিলেন যে “রামনবমী দাঙ্গার জন্য একটি দিন” ।’
তিনি আরও লিখেছেন,’আমি মাননীয় রাজ্যপাল ডাঃ সি.ভি. আনন্দ বোসের কাছে ১৭ এপ্রিল ২০২৪ তারিখে চিঠি লিখেছি । রাম নবমী উপলক্ষে বের হওয়া শোভাযাত্রার উপর হামলার বিষয়ে তাকে অবহিত করে এবং ব্যর্থ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এবং সেইসাথে ঘটনাগুলির এনআইএ কে দিয়স তদন্ত করার জন্য তাকে অবিলম্বে হস্তক্ষেপ করার অনুরোধ জানিয়েছি । আমি নির্বাচন কমিশনকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করতে চাই, যার প্ররোচনায় এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে ।’ পাশাপাশি দিন দুয়েক আগে উত্তরবঙ্গের কোচবিহারে নির্বাচনী জনসভায় মমতা ব্যানার্জির ‘বিতর্কিত’ বক্তব্যের ভিডিও স্লিপিং শেয়ার করেছেন শুভেন্দু অধিকারী ।।