এইদিন ওয়েবডেস্ক,হলদওয়ানি(উত্তরাখণ্ড),০৯ ফেব্রুয়ারী : উত্তরাখণ্ডের হলদওয়ানির বনভুলপুরা থানা এলাকায় অবৈধভাবে নির্মিত একটি মাদ্রাসা আদালতের নির্দেশের পরে ভাঙতে গিয়ে ইসলামিক মৌলবাদীদের দলের হাতে আক্রান্ত হয়েছে পুলিশ । পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ার পাশাপাশি পেট্রোল বোমাও ব্যবহার করা হয়েছে। কয়েক ডজন গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। থানা ঘেরাও করে পুলিশ সদস্যদের টার্গেট করা হয়। এমনকি পুলিশকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টারও অভিযোগ উঠেছে । হলদওয়ানিতে সর্বত্র উত্তেজনা ছড়িয়ে পড়ায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে । গোটা এলাকায় কারফিউ বলবৎ রয়েছে এবং জেলাশাসক কর্তৃক দেখামাত্র গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে ।
প্রাপ্ত তথ্য অনুসারে, এই হিংসায় এখন পর্যন্ত ৬ জন মারা গেছে । তার মধ্যে গফুর বস্তির বাসিন্দা পিতা-পুত্র জনি ও আনাস, আরিসের ১৬ বছর বয়সী ছেলে গওহর, গান্ধী নগরের বাসিন্দা ফাহিম, বনভুলপুরার বাসিন্দা ইসরার এবং সিওয়ান (৩২)ও মারা গেছে বলে লাইভ হিন্দুস্তানের প্রতিবেদনে বলা হয়েছে । একই সঙ্গে পাথর ছোড়ার ঘটনায় আহত হয়েছেন তিন শতাধিক মানুষ। আহতদের মধ্যে হলদওয়ানির এসডিএম পরিতোষ ভার্মা, কালাধুঙ্গির এসডিএম রেখা কোহলি, তহসিলদার শচীন কুমার, সিও স্পেশাল অপারেশন নীতিন লোহানি এবং ২০০ জনেরও বেশি পুলিশকর্মী ও আধিকারিক রয়েছেন।
হলদওয়ানির বনভুলপুরা থানা এলাকার মালেকা বাগিচায় রয়েছে ওই অবৈধ মাদ্রাসাটি । সরকারি জায়গার জবরদখল করে নির্মাণ করা হয়েছিল সেট আদালতের নির্দেশের পরে বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি ২০২৪) সরকারি জায়গা জবরদখল উচ্ছেদ করতে যায় প্রশাসন । প্রশাসনিক আধিকারিক এবং পুলিশ কর্মী মিলে প্রায় আট শতাধিক একটি দল গিয়েছিল সেখানে । সেই সময় আশপাশে বাড়ির ছাদ থেকে প্রশাসন ও পুলিশ কর্মীদের ওপর এএলোপাথারি পাথরবাজি করা হয় । যে কারণে পুলিশকে পিছু হটতে হয় । এরপর উন্মত্ত জনতার দল বনফুলপুরা থানা ঘেরাও করে । একাধিক যানবাহনে আগুন ধরিয়ে দেওয়া হয় । পাথর লেগে 2 শতাধিক পুলিশ কর্মী আহত হয়েছেন । পুলিশ কাঁদানে গ্যাস ছুড়লেও তাতে বিশেষ পাত্তা দেয়নি দাঙ্গাকারীরা । শেষ পর্যন্ত এলাকায় কারফিউ জারি করে দেখামাত্র গুলির নির্দেশ দিতে হয় প্রশাসনকে ।
উত্তরাখণ্ড পুলিশের মুখপাত্র এবং আইজি নীলেশ ভার্নে জানিয়েছেন যে অনেক জেলার পুলিশ বাহিনী এবং আধাসামরিক বাহিনীকেও হলদওয়ানিতে মোতায়েন করা হয়েছে। এছাড়াও, শুক্রবার সমস্ত স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেছেন যে আদালতের নির্দেশের মোতাবেক দখল অপসারণের কাজ করা হচ্ছে ।।