এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১৩ ডিসেম্বর : ‘স্মোক বোমা’ নিয়ে সংসদ ভবনে হামলা চালালো কয়েকজন যুবক । ‘স্মোক বোমা’ থেকে বের হচ্ছিল হলুদ,কমলা রঙের ধোঁওয়া । হামলাকারীদের মধ্যে দু’জন লাফিয়ে লোকসভা ভবনের গ্যালারি থেকে লাফিয়ে পড়ে । সেই সময় কয়েকজন সাংসদ মিলে হাউসে ঝাঁপিয়ে পড়া যুবককে ধরে বেদম মারধর শুরু করে । মারধরে প্রথমে এগিয়ে আসেন ‘রাষ্ট্রীয় গণতান্ত্রিক পার্টি’র সাংসদ হনুমান বেনিওয়াল এবং বিএসপির সাংসদ মলুক নগর । তারপর ১১ জন সাংসদ মিলে হামলাকারীকে ব্যাপক কিল,চড়,ঘুঁষি মারতে শুরু করেন । এক সাংসদ হামলাকারীর হাত থেকে স্মোক বোম ছিনিয়ে নেন । আর সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ।
জানা গেছে,এদিন মোট ৪ জন মিলে সংসদে হামলা চালিয়েছিল । তারা ‘মণিপুরের ন্যায়বিচার দাও’, ‘জয় ভীম’,’স্বৈরাচার চলবে না’, ‘সংবিধান বাঁচাও’, ‘নারীদের ওপর অত্যাচার চলবে না’, ‘ভারত মাতা কি জয়’, ‘স্বৈরাচার বন্ধ করুন’, ‘জয় ভীম, জয় ভারত’, ‘বন্দে মাতরম’ এবং ‘কালো আইন চলবে না, গুন্ডামি চলবে না’ প্রভৃতি শ্লোগান দিচ্ছিল । এর মধ্যে ২ জন ভেতরে প্রবেশ করে এবং ২ জন বাইরে স্লোগান দিচ্ছিল । হাউসে প্রবেশকারী বিক্ষোভকারীদের মধ্যে একজন স্পিকারের চেয়ারের দিকে এগোতে শুরু করেন। তার পরনে ছিল নীল জ্যাকেট। এসময় তাকে জুতা খুলতেও দেখা যায়। এ সময় ঘরে হলুদ ধোঁয়া ছড়িয়ে পড়ে । শ্লোগান দেওয়া এক মহিলাকে পুলিশ যখন আটক করে নিয়ে যায় তখন সাংবাদিকদের তিনি জানান,বেকারত্বের কারনে তিনি এদিন সংসদে বিক্ষোভ দেখাতে এসেছেন ।
পূজা সাংওয়ান (Pooja Sangwan) নামে এক ‘এক্স’ ব্যবহারকারী ওই মহিলার ভিডিও ও পিটিআইয়ের একটি ছবি শেয়ার করে লিখেছেন,’প্রতিবাদী নীলম, যিনি ৪২ বছর বয়সী “জয় ভীম”, “তানাশাহি না চলেগি” ইত্যাদি সহ অনেক স্লোগান তুলেছিলেন। তিনি একজন কমিউনিস্টও কৃষক বিক্ষোভে অংশ নিয়েছিলেন। এছাড়াও তার বাড়ির নাম ফলকটি দেখুন ।’ তার পোস্ট করা নেমপ্লেটে লেখা আছে ‘তিগালা নিবাস’ এবং তার নিচে আঁকা আছে ৭৮৬ ও চাঁদ-তারা ।
যদিও হাউসে প্রবেশকারী একজন দাবি করে যে তারা কোনো সংগঠনের সঙ্গে যুক্ত নয় এবং তারা ছাত্র । এদিনের ঘটনায় মোট ৪ জনকে আটক করেছে দিল্লি পুলিশ। ধৃতরা হলেন, নীলম, অমল সিন্ডে, সাগর শর্মা ও মনোরানহান ডি।
এদিকে ওই ঘটনার পর লোকসভার স্পিকার ওম বিড়লাও বিকেল ৪টায় সর্বদলীয় বৈঠক করেন । অভিযুক্তদের কাছ থেকে একটি ভিজিটর পাস উদ্ধার হয়েছে। সেই পাসটি বিজেপি সাংসদ প্রতাপ সিমহার নামে ইস্যু করা হয়েছিল । সেই ঘটনার পরেই লোকসভার স্পিকার ওম বিড়লা সংসদে প্রবেশের জন্য দর্শনার্থীদের পাস ইস্যু করা নিষিদ্ধ করে দেন । পাশাপাশি সংসদ ভবনের নিরাপত্তা নিয়ে আরও কড়া পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র । এদিকে স্মোক বোমা দেখানোকে কেন্দ্র করে সাংবাদিকরাও নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয় ।।