এইদিন ওয়েবডেস্ক,পূর্ব মেদিনীপুর,০৬ এপ্রিল : এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি) এর পর এবার ন্যাশানাল ইনভেস্টিগেশন এজেন্সির(এনআইএ) উপর হামলার ঘটনা ঘটলো এরাজ্যে । পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বিস্ফোরণকাণ্ডের তদন্তে গেলে প্রচুর লোকজন এনআইএর গাড়ি ঘিরে ধরে এলোপাথাড়ি ইট পাটকেল ছুটতে শুরু করে । ভেঙে যায় গাড়ির কাঁচ। অল্প বিস্তার আহত হন এন আই এর দুই আধিকারিক ।
২০২২ সালের ডিসেম্বর মাসে অভিষেক ব্যানার্জীর সবার আগে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের নাড়ুয়াবিলা গ্রামের বাসিন্দা তথা তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি রাজকুমার মান্নার দোতলা বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে । বিস্ফোরণে তৃণমূল নেতার বিধ্বস্ত হয় এবং বুথ সভাপতিসহ ৩ জনের ঝলসানো মৃতদহ উদ্ধার হয় । রাজকুমার মান্না, তাঁর ভাই দেবকুমার মান্না ও বিশ্বজিৎ গায়েনের বিরুদ্ধে বেআইনি বাজি কারবারের অভিযোগ উঠেছিল তখন। প্রথমে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে । পরে আদালতের নির্দেশে তদন্তভার হাতে নেয় এনআইএ। বিস্ফোরণের ঘটনার তদন্তে ৮ তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদের জন্যে ডেকে পাঠায় এনআইএ । কিন্তু এনআইএ দু-দুবার তাদের তলব করলেও ওই তৃণমূল নেতারা হাজিরা দেয়নি। এদিন ভোররাতে নাড়ুয়াবিলা গ্রামে তদন্তে যায় এনআইএ । আর তখনই এন আই এর উপর হামলা চালিয়ে যায় গ্রামবাসীদের একাংশ । এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে ।
এর আগে,গত ৫ জানুয়ারী রেশন দুর্নীতি মামলায় সন্দেশখালিতে তৃণমূল নেতা শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হতে হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ৫ আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীকে । এবার ন্যাশানাল ইনভেস্টিগেশন এজেন্সিকে আক্রান্ত হতে হলো ।।