এইদিন ওয়েবডেস্ক,ঝাড়খণ্ড,২৬ ফেব্রুয়ারী : আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি),ঝড়খণ্ডের হাজারীবাগে মহাশিবরাত্রি উদযাপনকারী হিন্দুদের ওপর হামলা হয়েছে ৷ মাইকে ভজন বাজানো এবং গেরুয়া পতাকা লাগানোর অপরাধে মুসলিমরা প্রথমে হামলা চালায় ৷ ঘটনাটি ঘটেছে হাজারীবাগের ইচক ব্লকের ডুমরাওঁ গ্রামের হিন্দুস্তান চকে। স্থানীয় একটি মাদ্রাসা থেকে পাথর ছোঁড়া হয় । হিন্দু পক্ষও আত্মরক্ষায় পাথর ছুঁড়তে শুরু করে। এর পর, কিছুক্ষণের মধ্যেই হিংসা ব্যাপক আকার ধারন করে । গাড়ি, বাইক সহ অনেক যানবাহনসহ একটি দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই সাম্প্রদায়িক অনেক মানুষ আহত হয়েছেন, আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। বর্তমানে ঘটনাস্থলে ৩টি থানার পুলিশ মোতায়েন রয়েছে।
হাজারীবাগের আইপিএস শ্রুতি আগরওয়াল, বিডিও সন্তোষ কুমার, সিও রামজি প্রসাদ গুপ্ত প্রমুখ ঘটনাস্থলে ক্যাম্প করছেন। এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সাথে অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ ।।