এইদিন ওয়েবডেস্ক,খুলনা,২২ আগস্ট : বাংলাদেশে ফের আক্রান্ত হিন্দু সম্প্রদায়ের মানুষ । এবার জমি জবরদখলে বাধা দেওয়ায় এক হিন্দু পরিবারের উপর হামলা চালানোর অভিযোগ উঠল । রবিবার এই হামলার ঘটনাটি ঘটেছে বাংলাদেশের খুলনার জেলার পাইকগাছা উপজেলায় লস্কর ইউনিয়নের ঠারুনবাড়ি চকগ্রামে । হামলায় ৯ মহিলাসহ ১০ জন আহত হয়েছে । আহত জয়ন্তী রানী সরদার (৪৫) কুঞ্জু সরদার (৬০), যমুনা সানা(৩৮), মঙ্গল সানা(৪৫), শ্যামলী সরদার(৩৫), রামপ্রসাদ সরদার (৪৩) চুমকি সানা(২০), লতা সরদার(১৮), রুক্ষিনি সরদার (৫৫), শিউলী সরদার(৩৫), পারুল সরদার (৫৫) বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন । আহতদের মধ্যে জয়ন্তী রানীর অবস্থা আশঙ্কাজনক । এনিয়ে পাইকগাছা থানায় অভিযোগও দায়ের হয়েছে । তবে সোমবার পর্যন্ত গ্রেফতারির কোনো খবর নেই ।
জানা গেছে,ঠারুনবাড়ি চকগ্রামের বাসিন্দা রনজিৎ সরদারদের ১২ বিঘা জমি রয়েছে । তাতে চাষবাস করে কোনো রকমে পরিবারের অন্ন সংস্থান করেন রনজিৎবাবু । কিন্তু ওই জমির উপর দীর্ঘ দিন ধরে নজর ছিল প্রতিবেশী মোহম্মদ মোজাম কাগুজীর পরিবারের । বিভিন্ন অছিলায় তারা জমিটির দখল নেওয়ার চেষ্টা করছিল বলে অভিযোগ । এনিয়ে রনজিৎ সরদারদের সঙ্গে একাধিকবার ঝামেলাও হয়েছে ।
আহত রনজিৎ সরদার বলেন,’রবিবার সকাল সাড়ে ৮ টা নাগাদ অজিয়ার কাগুজী, তার ছেলে সুমন,সোহাগ এবং মজিদ কাগুজীর ছেলে ভুট্টু কাগুজী (৫০) নেতৃত্বে ৩০-৪০ জনের একটি দল লাঠিসোঁটা, অস্ত্রসস্ত্র সঙ্গে নিয়ে জমির দখল নিতে আসে । আমরা বাধা দিতে গেলে অজিয়ার কাগুজীরা আমাদের উপর হামলা চালায় । মহিলা বাঁচাতে গেলে তাদের নির্মমভাবে মারধর করে । আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই ।’ এই বিষয়ে পাইকগাছা থানার অফিসার ওসি মোহম্মদ জিয়াউর রহমান জানিয়েছেন,অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে ।।