এইদিন ওয়েবডেস্ক,মালদা,১২ আগস্ট : বাংলাদেশে উত্তেজনার মধ্যেই মালদায় বিএসএফের উপর বাংলাদেশি চোরাকারবারীরা হামলা চালালে পালটা গুলিতে একজন দুষ্কৃতী খতম হয়েছে । টাইমস অ্যালজেবরা জানিয়েছে, পশ্চিমবঙ্গের মালদায় বিএসএফ-এর পাল্টা গুলিতে খতম হয়েছে আবদুল্লাহ(Abdullah) নামে একজন বাংলাদেশি চোরাকারবারি । সিএপিএফ বলেছে,একদল চোরাকারবারি চাঁদনিচক বর্ডার ফাঁড়িতে অবস্থানরত এক বিএসএফ কর্মীর ওপর চোরাকারবারীরা হামলা চালায় । ধারালো অস্ত্রে সজ্জিত ছিল চোরাকারবারীরা । ওই বিএসএফ জওয়ানদের তখন আত্মরক্ষায় প্রতিরোধমূলক পালটা গুলি চালায় ।
জানা গেছে,মালদার চাঁদনী চক সীমান্ত ফাঁড়ির কাছে রবিবার রাতে এই ঘটনা ঘটে। টহল দেওয়ার সময় একজন বিএসএফ জওয়ান সীমান্তের কাছে টহল দেওয়ার সময় চোরাকারবারিদের উপর নজর রাখছিলেন । তিনি ৫-৬ জন জনের একটি দলকে দেখেন যারা তাদের মাথায় কিছু জিনিস বহন করে বাংলাদেশে নিয়ে যাচ্ছিল । বিএসএফ জওয়ান বুঝতে পারেন যে তারা বাংলাদেশি চোরাকারবারী । জওয়ান তখন তাদের থামতে বলেন । কিন্তু তার সেই নির্দেশ উপেক্ষা করে এই চোরাকারবারীরা ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে এবং আচমকা ওই সেনার উপর হামলা চালায়। চোরাকারবারীদের কাছে বিপজ্জনক ধারালো অস্ত্র থাকায় সেনারা আত্মরক্ষায় প্রথম দুই রাউন্ড গুলি চালায় ওই বিএসএফ জওয়ান ।
বিএসএফের গুলি চালানোর পর এই চোরাকারবারীরা অন্ধকার ও ঘন ঝোপের সুযোগ নিয়ে পালিয়ে যেতে থাকে। তারা ভারতীয় সীমান্তের ভেতরে পালাতে শুরু করে। এদের মধ্যে একজন বাংলাদেশী চোরাকারবারী গুরুতর আহত হয় । পরে তাকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছিল । সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় । নিহতের নাম আব্দুল্লাহ বলে সেনার তরফে জানানো হয়েছে । বাংলাদেশের ছাঁপাই নবাবগঞ্জ জেলার ঋষিপাড়া গ্রামের বাসিন্দা ওই ব্যক্তি । সে অনেক দিন ধরে চোরাচালানের সাথে জড়িত ছিল বলে জানতে পেরেছে বিএসএফবল ।
বলা হয়েছে,বিএসএফ জওয়ানের কাছে নাইট ভিশন ইকুইপমেন্ট ছিল, যার কারণে তিনি চোরাকারবারিদের দেখতে পান । এটাও বলা হচ্ছে যে বিএসএফ যে দলটিকে দেখেছে এবং যে দলটি সৈন্যদের উপর হামলা করেছে তারা আলাদা ছিল। কোম্পানি কমান্ডার এসে তল্লাশি চালালে ছয় বান্ডিল বিড়ি পাওয়া যায়। মুর্শিদাবাদের মহেসিল হাসপাতালে মৃত্যু হয় আবদুল্লাহর। বাংলাদেশে অভ্যুত্থানের পর হিন্দুদের ওপর হামলার ঘটনা বেড়েছে। অনেক হিন্দু আতঙ্কিত হয়ে সীমান্তে জড়ো হয়ে সীমান্ত খুলে দেওয়ার দাবি জানাচ্ছে ।।