এইদিন ওয়েবডেস্ক,মঙ্গলকোট,২৪ নভেম্বর ঃ দলীয় পতাকা টাঙানোর অপরাধে মঙ্গলকোটের নিগন গ্রামের এক বিজেপি নেতার উপর হামলার অভিযোগ উঠল তৃনমুল কর্মীদের বিরুদ্ধে । মঙ্গলবার সকালে অথান মাঝি নামে ওই বিজেপি নেতাকে লোহার রড,শাবল প্রভৃতি দিয়ে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। স্থানীয় লোকজন ওই বিজেপি নেতাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা করেন । এই ঘটনায় আহত বিজেপি নেতার ভাইপো সোমনাথ মাঝি ৯ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন । তবে এদিন সন্ধ্যা পর্যন্ত কোনও গ্রেফতারের খবর নেই । এদিকে আক্রান্ত দলীয় নেতার পরিবারের পাশে দাঁড়িয়েছেন পুর্ব বর্ধমানের বিজেপির সাংগঠনিক কাটোয়া জেলার সভাপতি কৃষ্ণ ঘোষ । খবর পাওয়া মাত্রই তিনি আক্রান্ত নেতাকে দেখতে কাটোয়া হাসপাতালে ছোটেন ।
জানা গেছে, মঙ্গলকোট থানা এলাকার নিগন গ্রামের পশ্চিমপাড়ায় বাড়ি পেশায় ট্রাক্টর চালক অথান মাঝির । তিনি দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে বিজেপির সঙ্গে যুক্ত । বর্তমানে নিগন গ্রামের ২০১ নম্বর বুথে বিজেপির বুথ সভাপতির দায়িত্ব সামলাচ্ছেন অথানবাবু ।
আক্রান্ত বিজেপি নেতার ভাইপো সোমনাথ মাঝি জানিয়েছেন,এদিন সকাল ৮ টা নাগাদ বাড়ি থেকে ট্রাক্টর চালিয়ে নিগন বাজারের উদ্দেশ্যে রওনা হন তাঁর কাকা । তার আগে নিগন হাটতলার কাছে ৯ – ১০ জন তৃণমূল কর্মী লোহার রড,রামদা,শাবল প্রভৃতি অস্ত্রসস্ত্র নিয়ে অপেক্ষা করছিল । তাঁর কাকা হাটতলার কাছে আসতেই ওই তৃনমুল কর্মীরা তাঁর কাকার পথ আটকিয়ে প্রথমে ট্রাক্টরের চাবি খুলে নেয় । এরপর বিজেপির পতাকা টাঙানোর জন্য কাকাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে । তার মাঝেই তারা অস্ত্রসস্ত্র নিয়ে কাকার উপর চড়াও হয় ৷ কাকার গোটা শরীরে লোহার রড, শাবল দিয়ে পেটানো হয় । শেষে ওরা কাকাকে রাস্তায় ফেলে গলায় পা দিয়ে শ্বাসরোধ করে মারার চেষ্টা করে ।
জানা গেছে,আক্রান্ত বিজেপি নেতার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। এরপর স্থানীয় লোকজন তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করে । এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আক্রান্ত দলীয় নেতার খবর নিতে হাসপাতালে ছোটেন বিজেপির সাংগঠনিক কাটোয়া জেলার সভাপতি কৃষ্ণ ঘোষ ।
কৃষ্ণবাবু বলেন, ‘নিগন গ্রামের ২০১ নম্বর বুথের আমাদের দলের বুথ সভাপতি অথান মাঝির উপর আজ সকালে তৃনমুলের হার্মাদবাহিনী হামলা চালায় । ওনাকে ব্যাপক মারধর করা হয় । তিনি কাটোয়া হাসপাতালে চিকিৎসাধীন ।’ তাঁর কথায়, ‘বিজেপি ২০২১ সালে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসছে এটা তৃনমুল বুঝে গেছে । তাই বিজেপিকে দমানোর জন্য বেছে বেছে বিজেপি কর্মীদের উপর হামলা চালানো হচ্ছে । পাশাপাশি বিজেপি কর্মীদের মিথ্যা কেস দিয়ে ফাঁসানোর চক্রান্ত চলছে । কিন্তু বিজেপি দমার পাত্র নয় ।’ সেই সঙ্গে তিনি জানিয়েছেন, ৯ হামলাকারীর বিরুদ্ধে থানায় এফ আই আর দায়ের করা হয়েছে । পাশাপাশি দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি ।
অন্যদিকে তৃণমূল কংগ্রেসের মঙ্গলকোট ব্লক সভাপতি অপূর্ব চৌধুরী বলেন,”নিগন গ্রামের ঘটনার কথা শুনেছি । গ্রাম্য বিবাদের জেরে এই ঘটনা ঘটেছে । এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।”