এইদিন ওয়েবডেস্ক,বার্লিন,১১ জুলাই : জার্মানির ওরে (Ore) পর্বতমালার (Lauter) একটি ট্রেনের চালকের উপর হামলার মাত্র দুই দিন পর,গোর্লিটজে (Gorlitz) গত শনিবার গ্র্যাজুয়েশন পার্টিতে আরব অভিবাসীদের দ্বারা হামলার ঘটনা ঘটল । ১২ থেকে ২০ জন মুসলিম জনতা কাচের ভাঙা বোতল দিয়ে পড়ুয়াদের উপর হামলা চালায় । হামলার সময় তারা “আল্লাহু আকবর” শ্লোগান দেয় । অভিবাসীদের হামলায় আহত হয়েছেন অন্তত ৮ জন ।
জার্মান পুলিশ জানিয়েছে,বিদেশীর একটি দল স্নাতক অনুষ্ঠানের অংশ নিতে আসা বেশ কয়েকজন জার্মানকে আক্রমণ করেছিল । ওই দলটি ভাঙ্গা বোতল নিয়ে অনুষ্ঠানে আগতদের ওপর হামলা চালায় । ১৮ থেকে ৪৮ বছর বয়সী ৮ জন জার্মান আহত হয়েছিল – তাদের মধ্যে পাঁচজন এতটাই খারাপ যে তাদের হাসপাতালে চিকিৎসা করতে হয়েছিল । পুলিশ ১২ জন হামলাকারীকে হেফাজতে নিয়েছে । ধৃতরা সিরিয়ান, তুর্কি, ইরাকি এবং লেবানিজ নাগরিক । যাদের বয়স ১৯ থেকে ৩৫ বছরের মধ্যে । রেডিও লাউসিৎজ জানিয়েছে, হামলার ঘটনায় অন্তত ৩,৫০০ ইউরোর ক্ষতি হয়েছে । পুলিশ বাকি হামলাকারীদের চিহ্নিত করার প্রক্রিয়া চালাচ্ছে ।
এদিকে এই হামলার ঘটনার পর জার্মানির উদার অভিবাসন নীতি নিয়ে কড়া প্রতিক্রিয়া জানাতে শুরু করেছে সেদেশের নাগরিকরা । সরকারের অভিবাসন নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সোশ্যাল মিডিয়ায় আহ্বান জানানো হচ্ছে ।।