এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৭ সেপ্টেম্বর : কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের তরুনী চিকিৎসক ‘তিলোত্তমা’র ধর্ষণ বা গনধর্ষণের পর নৃশংস বর্বরোচিত হত্যাকাণ্ডের পর গোটা রাজ্য তোলপাড় চলছে । ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’ নামে একটা সংগঠন মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে ‘নবান্ন অভিযান’ পর্যন্ত করেছিল । সমাজের সর্বস্তরের মানুষ সেই অভিযানে সামিল হলেও সিপিএম এর সঙ্গে বিজেপির যোগসূত্র খুঁজে পেয়ে ছাত্রদের ‘নবান্ন অভিযান’ কর্মসূচিকে সমর্থন করেনি । তারপর থেকেই প্রকারান্তরে তৃণমূলকে সাহায্য করার অভিযোগ উঠছিল সিপিএমের বিরুদ্ধে । এদিকে আরজি করের ন্যাক্কারজনক ঘটনায় ন্যায়বিচারের দাবিতে গত ৯ আগস্ট থেকে রাজ্য জুড়ে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে বিজেপি । এই দেখে সাম্প্রতিক কয়েকদিন ধরে তেড়েফুঁড়ে আসরে নেমে পড়েছে বামপন্থীরাও । কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বামপন্থী পড়ুয়াদের একটা প্রতিবাদ সভায় ‘মনুবাদ থেকে আজাদি’ ও ব্রাহ্মণ্যবাদ থেকে আজাদি’ প্রভৃতি শ্লোগান ওঠায় বামপন্থীদের মানসিকতা নিয়ে ফের একবার প্রশ্ন তুলে দিয়েছে ।
রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ ওই প্রতিবাদ সভার একটা ভিডিও নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টে পোস্ট করেছেন। ভিডিওতে পড়ুয়াদের পিছনের ব্যানারে লেখা আছে ‘ডাক্তারদের আন্দোলনের সমর্থনে যাদবপুর বিশ্ববিদ্যালয় সংহতির পক্ষ থেকে আরজি করের বিচার চেয়ে গান-কবিতা-আঁকা’ । সময় সন্ধ্যা ৭:৩০ এবং স্থান দেওয়া আছে ৮ বি বাসস্ট্যান্ড । কিন্তু পড়ুয়ারা হাততালি দিয়ে যে শ্লোগান দিয়েছে তাতে বিতর্কের সৃষ্টি হয়েছে । পড়ুয়াদের বলতে শোনা গেছে, ‘মনুবাদ সে আজাদি, ব্রাহ্মণ্যবাদ সে আজাদি’ এবং আরও কথিত ‘আজাদি’র কথা বলা হয়েছে ।
বিজেপি নেতা দিলীপ ঘোষ এনিয়ে প্রশ্ন তুলে লিখেছেন, ‘আরজি কর কাণ্ড নিয়ে আন্দোলনের মুখ ঘুরিয়ে দিতে চাইছে বাম মনস্ক মানুষজনআরজি করের প্রতিবাদ মঞ্চ থেকে আওয়াজ উঠছে মনুবাদ থেকে আজাদি, ব্রাহ্মণ্যবাদ থেকে আজাদি। কেন? ন্যায় বিচার এর সঙ্গে আজাদীর কি সম্পর্ক ? এতো অতি বামের গন্ধ !প্রতিবাদে কেন আওয়াজ উঠছে না মমতার পদত্যাগ চাই ?ঠিক যেমন নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীকে পুনরায় জেতানোর জন্য এই বামেরা প্রচার করেছিল – “No Vote to BJP”, ঠিক তেমনই আবার আন্দোলনের অভিমুখকে মমতা ব্যানার্জি থেকে অন্য দিকে সরিয়ে দিচ্ছে এরা । এই স্লোগানই তার প্রমান৷’।