এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি, ০১ জুলাই : মাসের শুরুতেই দেশবাসীকে বড় স্বস্তি দিল নরেন্দ্র মোদী সরকার । একধাপে এলপিজি গ্যাসের দাম ১৯৮ টাকা কমানো হয়েছে । শুক্রবার ১৯ কেজি এলপিজি বাণিজ্যিক সিলিন্ডারের দামের নতুন হার আপডেট করেছে ইন্ডিয়ান অয়েল । আজ থেকেই নতুন দাম প্রযোজ্য হবে ।
চার মেট্রো শহরে এলপিজি কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের পুরনো ও নতুন দামের পরিসংখ্যান হল : গত ৩০ জুন পর্যন্ত দিল্লিতে এলপিজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ছিল ২২১৯ টাকা । ১৯৮ টাকা দাম কমার পর নতুন দাম হয়েছে ২০২১ টাকা ।
আর্থিক রাজধানী মুম্বাইতে এলপিজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৯৮ টাকা কমানোর পর হয়েছে ১৯৮১ টাকা হয়েছে। গত ৩০ জুন পর্যন্ত মুম্বাইতে এলপিজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ছিল ২১৭১.৫০ টাকা । চেন্নাইতে এলপিজি কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের দাম ১৯৮ টাকা কমানোর পর নতুন রেট ২১৮৬ টাকা হয়েছে । ৩০ জুন পর্যন্ত চেন্নাইতে এলপিজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ছিল ২৩৭৩ টাকা । অন্যদিকে ৩০ জুন পর্যন্ত কলকাতায় এলপিজি কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের দাম ছিল ২৩২২ টাকা । ১৯৮ টাকা কমার পর নতুন দাম হয়েছে ২১৪০ টাকা ।।