এইদিন ওয়েবডেস্ক,বিজাপুর(ছত্তিশগড়),০৬ জানুয়ারী : উগ্র বামপন্থী নকশাল প্রভাবিত ছত্তিশগড়ের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর বহনকারী গাড়িটিকে একটি ল্যান্ডমাইন বিস্ফোরণে উড়িয়ে দিয়েছে। এই ঘটনায় ৯ জনের বেশি নিরাপত্তা বাহিনীর সদস্য শহীদ হয়েছেন। আজ সোমবার (৬ জানুয়ারী) দুপুর আড়াইটার দিকে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) সৈন্যদের একটি গাড়িতে বিজাপুরের কুটরু-বেদ্রে সড়কে এই নকশাল হামলা হয় । বিস্ফোরণে অন্তত আটজন নিরাপত্তা কর্মী ও একজন চালক নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। এই সংখ্যা এখনও বাড়তে পারে। ঘটনার পর এলাকাটি ঘিরে রাখা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
জানা গেছে,বস্তার রেঞ্জের মহাপরিদর্শক পি সুন্দররাজ আইইডি বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের একটি গাড়ি আইইডি বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়েছে। আইজি বলেছেন যে নিরাপত্তা বাহিনী দান্তেওয়াড়া, নারায়ণপুর এবং বিজাপুরে যৌথ অভিযান থেকে ফিরছিল।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে সৈন্যরা একটি স্করপিও গাড়িতে করে দান্তেওয়াড়া জেলার দিকে যাচ্ছিল তখন আইইডি বিস্ফোরিত হয়। সূত্র জানায়, কয়েকজন সেনা গুরুতর আহত এবং তাদের চিকিৎসার জন্য প্রথমে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় । এরপর তাদের সবাইকে বিমানে করে রায়পুরে নিয়ে যাওয়া হয়েছে ।
নকশাল হামলা প্রসঙ্গে ছত্তিশগড়ের উপমুখ্যমন্ত্রী অরুণ সাও পিটিআইকে বলেছেন,’আমরা আট সেনার শহীদ হওয়ার খবর পেয়েছি। এটা নকশালদের কাপুরুষোচিত কাজ। আমাদের সেনাদের আত্মত্যাগ বৃথা যাবে না। আমাদের সরকার ২০২৬ সালের মার্চের মধ্যে বস্তারকে নকশালবাদ থেকে মুক্ত করার প্রতিশ্রুতি পূরণ করবে।’
এক আধিকারিক সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন যে গত দুই বছরে নকশালদের দ্বারা নিরাপত্তা কর্মীদের উপর এটাই সবচেয়ে বড় হামলা। এর আগে গত বছরের ২৬ শে এপ্রিল, পার্শ্ববর্তী দান্তেওয়াড়া জেলায় নকশালদের দ্বারা নিরাপত্তা কর্মীদের বহনকারী একটি গাড়িবহরের হামলা চালানো হয় । এই হামলায় ১০ পুলিশ সদস্য ও একজন চালক নিহত হন ।।