এইদিন ওয়েবডেস্ক,তেহেরান,১৬ মে : ইরানে বন্যার কারণে অন্তত ৭ জন মারা গেছে। ইরানের খোরাসান রাজাভি প্রদেশের ক্রাইসিস ম্যানেজমেন্ট বিভাগের প্রধান রেজা আব্বাসি বলেছেন যে বুধবার (১৫ মে ২০২৪) বন্যার পর মাশহাদে আরও অন্তত তিনজন নিখোঁজ হয়েছেন। মাশহাদ এবং রাজাভি খোরাসান প্রদেশের আরও কয়েকটি শহরে গত সন্ধ্যায় প্রবল বৃষ্টির কারণে রাস্তার উপর জল প্রবাহিত হয়েছে এবং এসব শহরের বেশ কিছু ঘরবাড়ি প্লাবিত হয়েছে।
আব্বাসির মতে, বৃষ্টি ও বন্যার কারণে বেশিরভাগ ক্ষয়ক্ষতি হয়েছে নেশাবুর, মাশহাদ এবং ফ্রিম্যান শহরে।।সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে গত বছর এবং চলতি বছরের বন্যায় এদেশের বহু নাগরিকের মৃত্যু ও নিখোঁজ হয়েছে।।প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে, প্রায় ৫৬ লাখ জনসংখ্যার ইরানের প্রায় ২৮ শতাংশ অঞ্চল মারাত্মক বন্যা কবলিত ।।