এইদিন ওয়েবডেস্ক,আফ্রিকা,২১ এপ্রিল : একটি মর্মান্তিক ঘটনায়, শুক্রবার মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের (Central African Republic’s ) রাজধানী বাঙ্গুইতে (Bangu) একটি অন্ত্যেষ্টিক্রিয়ায় যাওয়া ওভারলোড নৌকা ডুবির ঘটনায় অন্তত ৫৮ জনের সলিল সমাধি হয়েছে । কাঠের নৌকাটি রাজধানী বাঙ্গুইয়ের এমপোকো নদীতে ৩০০ জনেরও বেশি লোক নিয়ে যাচ্ছিল যখন এটি ডুবে যায় । স্থানীয় নৌকার মাঝি ও জেলেরা প্রথমে হতাহতদের উদ্ধার অভিযানে হাত লাগায় ।
পরে সামরিক বাহিনী অনুসন্ধান অভিযান শুরু করে ।সিভিল সিকিউরিটির প্রধান টমাস জিমাসে বলেন, ‘আমরা জল থেকে ৫৮ টি মৃতদেহ উদ্ধার করেছি। কতজন মানুষ পানিতে ডুবে মারা গেছে তার সঠিক তথ্য এখনও আমাদের কাছে নেই। নিখোঁজদের খোঁজে তল্লাশি অব্যাহত রয়েছে।’
মৃত্যুর সঠিক সংখ্যা বর্তমানে অজানা এবং সরকার এখন পর্যন্ত প্রতিক্রিয়া জানায়নি। সুশীল সমাজের গোষ্ঠী এবং স্থানীয় রাজনৈতিক দলগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে তাদের শোকবার্তা পাঠাচ্ছে এবং ডুবে যাওয়ার তদন্তের আহ্বান জানিয়েছে।।