এইদিন ওয়েবডেস্ক, নায়প্যিদা,২২ এপ্রিল : মিয়ানমারের সামরিক কাউন্সিলের হামলার পর লিন টাউনশিপ থেকে পালিয়েছে ৫,০০০ এরও বেশি মানুষ । বৃহস্পতিবার(২০ এপ্রিল ২০২৩) সামরিক বাহিনী লাউং বোলে গ্রামে বোমাবর্ষণ করে । পরের দিন সামরিক পরিষদের প্রায় ১৫০ সদস্যের সেনাবাহিনীর সাথে পিউ সাও হোই বাহিনী যোগ দেয় । আর তার পরেই লং বো লে, আইন মা গ্রাম, আকি ওয়া বিন গ্রাম, ওয়া বো চাও গ্রাম,জিং চাও গ্রাম জিটাও এবং শোয়ে গোন্টাই সহ ১৬ টি টি গ্রামের ৫,০০০ এরও বেশি মানুষ পালিয়ে গেছে । যে গ্রামগুলো থেকে লোকজন পালিয়ে গেছে তার মধ্যে জানা যায়,পোহনি ও পাজিনচাও গ্রাম পুড়িয়ে দিয়েছে সামরিক পরিষদ । যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি ।
এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন,বাহিনী হিলিন টাউনশিপের উত্তর অংশে প্রবেশ করেছে । বৃহস্পতিবার তারা পাজিন চোইয়ের পুরো গ্রামকে পুড়িয়ে ছাই করে দেয় এবং কেলং বো লাই গ্রামের দক্ষিণে দুই মাইল এলাকা নিজেদের দখলে নিয়ে নেয় । ফলে খাবার ও পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে গ্রামে ।
সালউইন টাইমসের প্রতিবেদনে জানা গেছে, সামরিক বাহিনীর একটি বিমান লংবোলে গ্রামে পিএএফ অফিস এবং একটি ক্লিনিকে বোমা হামলা চালায় । ওই হামলায় ২ জন পুরুষ ও ১ জন মহিলার মৃত্যু হয় । আহত হয় আরও অন্তত ১২ জন । এএপিপি অ্যাসোসিয়েশন ফর সাপোর্ট অফ পলিটিক্যাল প্রিজনারস-এর মতে, সামরিক অভ্যুত্থানের পর ম্যাগওয়েতে প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছে ।।