এইদিন ওয়েবডেস্ক,আবুজা,০৬ জুন : রবিবার দক্ষিণ-পশ্চিম নাইজেরিয়ার একটি ক্যাথলিক গির্জায় সন্ত্রাসবাদী হামলার ঘটনা ঘটেছে । প্রার্থনারত সাধারন মানুষের উপর এলোপাথাড়ি গুলি চালায় সন্ত্রাসবাদীরা । এমনকি বিস্ফোরণও ঘটনায় । হামলায় অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে । আহত হয়েছে বহু মানুষ ।স্থানীয় বিধায়ক ওগুনমোলাসুই ওলুওলে(Ogunmolasuyi Oluwole) বলেছেন, ‘ওন্ডো(Ondo) রাজ্যের সেন্ট ফ্রান্সিস ক্যাথলিক চার্চকে (St. Francis Catholic Church) টার্গেট করেছিল হামলাকারীরা । রবিবার ‘পেন্টেকস্ট সানডে’ উপলক্ষে প্রচুর পূণ্যার্থীদের ভিড় হয়েছিল ।’ তিনি বলেন, নিহতদের মধ্যে অনেক শিশু রয়েছে।’
যদিও এখনও পর্যন্ত সরকারিভাবে মৃত্যুর বিষয়ে কোনো পরিসংখ্যান প্রকাশ করা হয়নি । তবে হামলাকারীরা চার্চের যাজককেও অপহরণ করেছে বলেও জানা গেছে । নাইজেরিয়ার নিম্ন আইনসভা কক্ষের ওও (Owo) এলাকার প্রতিনিধি অ্যাডেলেগবে টিমিলেইন (Adelegbe Timileyin) বলেছেন,’আমাদের হৃদয় ভারী ।’
সাম্প্রতিক সময়ে ইসলামিক চরমপন্থার মুখোমুখি হচ্ছে নাইজেরিয়া । এর আগে ধর্মনিন্দার অভিযোগ তুলে এক কলেজ ছাত্রীকে পিটিয়ে ও পুড়িয়ে মেরেছিল ইসলামি মৌলবাদীরা । পরবর্তী কালেও ধর্মনিন্দার অজুহাতে একাধিক হামলা চালিয়েছে তারা । এতদিন নাইজেরিয়ার ওও (Owo) এলাকাকে শান্তিপূর্ণ বলে বিবেচনা করা হত । কিন্তু এখানেও ভয়াবহ হামলার ঘটনা ঘটায় দেশ জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে । তবে এযাবৎ কোনো সংগঠন হামলার দায় স্বীকার করেনি । বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছে স্থানীয় প্রশাসন ।।