এইদিন ওয়েবডেস্ক,কেনিয়া,২৯ এপ্রিল : মধ্য কেনিয়ার(Kenya) মাই মাহিউ(Mai Mahiu) এলাকায় বন্যায় অন্তত ৪২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে সিটিজেন টেলিভিশন । বাঁধ ফেটে যাওয়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে এবং মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে কেনিয়ার পুলিশ । এর আগে সোমবার কেনিয়ার রেড ক্রস বলেছিল যে তারা আকস্মিক বন্যার কারণে অনেক লোককে মাই মাহিউর একটি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেছে।
গত মাস থেকে চলা ভারী বর্ষণ ও বন্যায় এযাবৎ মৃতের সংখ্যা প্রায় ১০০ জনে পৌঁছেছে । সরকারি পরিসংখ্যানে দেখা গেছে যে শনিবার পর্যন্ত ৭৬ জন নিহত হয়েছে এবং ১,৩১,০০০ এরও বেশি বাস্তুচ্যুত হয়েছে। তানজানিয়া এবং বুরুন্ডি সহ পূর্ব আফ্রিকার অন্যান্য দেশগুলিতে তীব্র বর্ষণে আরও ডজনখানেক মানুষ নিহত এবং কয়েক লক্ষ লোক বাস্তুচ্যুত হয়েছে বলে খবর পাওয়া গেছে । কেনিয়ার শিক্ষা মন্ত্রণালয় আজ সোমবার স্কুলের ছুটি আরও এক সপ্তাহের জন্য বাড়িয়ে দিয়েছে ।।