এইদিন ওয়েবডেস্ক,তেল আবিব,০৪ ডিসেম্বর : গাজায় ইসরায়েলের নতুন বিমান হামলায় অন্তত ৪২ জন নিহত হয়েছে। অ্যাসোসিয়েটেড প্রেস শুক্রবার, জানিয়েছে যে এই হামলাগুলি গাজার কেন্দ্রে নুসরাত, জাওয়াইদ, মাগাজি এবং দেইর আল-বালাহ এলাকা সহ বিভিন্ন জায়গায় করা হয়েছিল। প্রতিবেদনে বলা হয়েছে, এসব হামলায় নিহতদের মধ্যে ১২ জন নারী ও শিশু রয়েছে।
এদিকে, ইসরায়েলি সেনাবাহিনী এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে এবং বলেছে যে তারা গাজা জুড়ে হামাসের ঘাঁটি এবং কমান্ড সেন্টারকে লক্ষ্যবস্তু করেছে। যুদ্ধবিরতি এবং কাতারে পনবন্দিদের মুক্তির বিষয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে আলোচনা পুনরায় শুরু করার সম্ভাবনার মাঝেই এই হামলা চালানো হয়েছে।
সন্ত্রাসী গোষ্ঠী হামাস পরিচালিত ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রকের মতে, গাজা যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত ইসরাইলি হামলায় ৪৫ হাজারের বেশি নিহত হয়েছে। এর পরেও কয়েক দিন আগে, গাজা যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো, ইসরায়েলি সেনাবাহিনী তার বাহিনীর হতাহতের সরকারী পরিসংখ্যান প্রকাশ করেছিল, যেখানে প্রায় ৯০০ সৈন্য নিহত হয়েছে বলে তারা জানিয়েছে ।।