এইদিন ওয়েবডেস্ক,ইসরায়েল,১১ অক্টোবর : ইসলামি রাষ্ট্রগুলি এবং ভারতসহ বিভিন্ন দেশে বসবাসকারী মুসলিমরা ফিলিস্থিনি সন্ত্রাসী সংগঠন ‘হামাস’কে ‘স্বাধীনতা সংগ্রামী’ বলে তকমা দেওয়ার চেষ্টা করছে । যথারীতি তারা পরিকল্পিতভাবে সোশ্যাল মিডিয়ায় ফিলিস্থিনিদের পক্ষে ‘ভিকটিম কার্ড’ খেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে । কিন্তু ইসরায়েলের বিভিন্ন শহরে হামাস সন্ত্রাসীরা কি প্রকার হাড়হিম করা বর্বরতা ও নৃশংসতা চালিয়েছে এবং চালিয়ে যাচ্ছে তা দেখে শিহরিত হয়ে হয়ে উঠছে বিশ্বের সংবেদনশীল মানুষরা ।
মঙ্গলবার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আন্তর্জাতিক সাংবাদিকদেরকে ইসরায়েলের সীমান্ত শহর কাফার আজায় (Kfar Aza) নিয়ে যায় । গাজা উপত্যকা থেকে হামাস সন্ত্রাসীরা যখন ইসরায়েলে আক্রমণ করেছিল তখন সবচেয়ে ক্ষতিগ্রস্থ এলাকাগুলির মধ্যে ছিল কাফার আজা শহরটি । মিডিয়া রিপোর্ট অনুযায়ী, হামাস সন্ত্রাসীদের নৃশংস হামলার সময় কাফার আজার ৭০ জনেরও বেশি বাসিন্দাকে হত্যা করা হয়েছিল । আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী,হামাস সন্ত্রাসীরা তাদের বর্বরতা থেকে শিশুদের পর্যন্ত রেহাই দেয়নি । এমনকি বেশ কিছু শিশুকে তারা শিরশ্ছেদ করে হত্যা করেছে । বিদেশি নিউজ পোর্টাল i24 নিউজ জানিয়েছে, ইসরায়েলি সৈন্যরা এমন ৪০ টি শিশুর মৃতদেহ উদ্ধার করেছিল,যাদের ধর থেকে মাথা ধারাল অস্ত্র দিয়ে বিচ্ছিন্ন করে দেওয়া হয় । আইডিএফ মেজর জেনারেল ইতাই ভেরুভ বলেছেন,’এটি একটি যুদ্ধ নয়, এটি একটি যুদ্ধক্ষেত্র নয়, এটি একটি গণহত্যা ।’
ইসরায়েল সরকারের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে লেখা হয়েছে,গাজায় ৯০০ জনকে নির্মমভাবে হত্যা,২,৭০০ আহত,১০০ জনকে অপহরণ করেছে সন্ত্রাসীরা । তাদের মধ্যে রয়েছে,পুরুষ,নারী,শিশু এবং সদ্যোজাত শিশুও । তাদের আউকে বিছানার মধ্যে হত্যা করা হয়েছে,তাদের পরিবারের সামনেই । জীবন্ত পুড়িয়ে দিয়েছে। হামাস = আইএসআইএস ।
এদিকে ইসরায়েল ডিফেন্স ফোর্স(আইডিএফ) গাজায় লাগাতার অভিযান চালিয়ে যাচ্ছে । বন্ধ করে দেওয়া হয়ে বিদ্যুৎ,জল ও পন্য সরবরাহ । তার পাশাপাশি গাজায় হামাসের ঠিকানাগুলিতে নিরন্তর বোমাবাজি চালিয়ে যাচ্ছে আইডিএফ । বর্তমানে গাজা কার্যত ধ্বংসস্তুপে পরিনত হয়েছে । আইডিএফ জানিয়েছে যে তারা বুধবার গাজার আল-ফুরকান এলাকায় ২০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা করেছে । ওই সমস্ত জায়গাগুলি ছিল সন্ত্রাসী সংগঠন হামাসের আস্তানা । সামগ্রিকভাবে, আইডিএফ এযাবৎ ‘অপারেশন আয়রন সোর্ডস’ চলাকালীন প্রায় ৪৫০ টি লক্ষ্যবস্তুতে আক্রমণ করেছে বলে জানা গেছে ।।