এইদিন ওয়েবডেস্ক,তেহেরান,০৩ নভেম্বর : ইরানের গিলান প্রদেশের একটি মাদক পুনর্বাসন কেন্দ্রে অগ্নিকান্ডে কমপক্ষে ৩২ জীবন্ত দগ্ধ হয়ে মারা গেছে । গুরুতর অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও অন্তত ১৬ জন । আজ শুক্রবার সকালে ইরানের কাস্পিয়ান সাগর প্রদেশের গিলানে একটি মাদক পুনর্বাসন কেন্দ্রে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে । ইরানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে,বর্তমানে
আগুন নিভিয়ে ফেলা হয়েছে এবং কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করছে ।
জাতিসংঘের ড্রাগস অ্যান্ড ক্রাইম অফিসের মতে, ইরানে বিশ্বের সবচেয়ে গুরুতর মাদক আসক্তির সমস্যা রয়েছে । আর ইরানে মাদকের উৎস হল আফগানিস্তান । আফগানিস্তান থেকে চোরাপথে বিপুল পরিমান পপি, আফিম ও হেরোইন ইরান থেকে পশ্চিম ইউরোপে পাচার হয় । যেকারণে মাদকাসক্তি থেকে নাগরিকদের মুক্ত করা ইরান সরকারের কাছে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে । ইরানের বিভিন্ন প্রদেশে রয়েছে মাদক পুনর্বাসন কেন্দ্র । সেখানে চিকিৎসা চলছে হাজার হাজার মাদকাসক্তের ।
জানা গেছে,এদিন সকাল ৬টার কিছু আগে ইরানের গিলানে ওই মাদক পুনর্বাসন কেন্দ্রে আচমকা আগুন ধরে যায় । ক্রমশ সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে । কিন্তু চিকিৎসাধীন ব্যক্তিরা সেই সময় গভীর ঘুমে আচ্ছন্ন থাকায় অধিকাংশ জন ভবনের বাইরে বের হতে পারেনি । যেকারণে ৩২ জন জীবন্ত দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় । ১৬ জনকে কোনো রকমে উদ্ধার করে তেহরানের প্রায় ২০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে ল্যাংগ্রাউড শহরের হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।
ওই কেন্দ্রের ধারনক্ষমতা প্রায় ৪০ জন। কিন্তু রোগীর চাপ থাকায় তার থেকে অনেক বেশি লোককে সেখানে ভর্তি করা হয়েছিল । ইরানের বিচার বিভাগের মিজান বার্তা সংস্থা জানিয়েছে, কেন্দ্রের ব্যবস্থাপক ও কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত চলছে । তবে ইরানে এই ধরনের দুর্ঘটনা এই প্রথম নয়, প্রধানত নিরাপত্তা ব্যবস্থা, বার্ধক্য সুবিধা এবং পর্যাপ্ত জরুরি পরিষেবা না থাকায় প্রায়ই এই ধরনের দূর্ঘটনায় বেঘোরে প্রাণ হারায় প্রচুর সংখ্যক মানুষ ।।