এইদিন ওয়েবডেস্ক,নাইজেরিয়া,১১ সেপ্টেম্বর : নাইজেরিয়ার উত্তরে একটি নৌকাডুবির ঘটনায় অন্তত ২৬ জন নিহত এবং আরো ডজন খানেক নিখোঁজ রয়েছে। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, রবিবার রাতে নাইজেরিয়ান প্রদেশের মোকওয়াই অঞ্চলে অবস্থিত একটি নদীতে একটি যাত্রীবাহী কাঠের নৌকা ডুবে গেলে মৃত্যুর ঘটনা ঘটে । নাইজেরিয়ার গভর্নরের মুখপাত্র বোলোগি ইব্রাহিম বলেছেন যে এই নৌকাটি ১০০ টনেরও বেশি ভার বহন করছিল। ইব্রাহিম আরও জানান, এ ঘটনার শিকার ব্যক্তিরা বড় বাঁধ দিয়ে তাদের খামারে যাচ্ছিলেন।
তিনি বলেন,’মৃত ২৬ জনের মধ্যে বেশিরভাগই মহিলা এবং শিশু । ৩০ জনেরও বেশি লোককে উদ্ধার করা হয়েছে এবং নাইজেরিয়ান প্রদেশের জরুরি ব্যবস্থাপনার সহযোগিতায় সামুদ্রিক পুলিশ এবং স্থানীয় নৌযানের সম্মিলিত উদ্ধার অভিযান চলছে ।’ কর্মকর্তারা জানিয়েছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
এর আগেও নাইজেরিয়ার প্রত্যন্ত অঞ্চলের একটি পণ্যবাহী একটি নৌকা ডুবে ১০০ জনের মৃত্যু হয় । এই ঘটনাটি এদেশের সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ নৌকাডুবির ঘটনা ।।