এইদিন ওয়েবডেস্ক,মস্কো,১৩ সেপ্টেম্বর : রাশিয়ার জাহাজ কারখানায় ইউক্রেনের হামলায় অন্তত ২৪ জন আহত হয়েছে । আজ বুধবার ক্রিমিয়া অঞ্চলের বন্দর শহর সেভাস্তোপলে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস । প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলায় অন্তত ২৪ জন আহত হয়েছে এবং হামলার পর কারখানায় আগুন লেগে গেছে।
রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিটের প্রধান ঘাঁটি হল ক্রিমিয়া অঞ্চলের বন্দর শহর সেভাস্তোপল । সম্প্রতি মস্কো দক্ষিণ ইউক্রেনের ওডেসা অঞ্চলে ড্রোন হামলা শুরু করেছে । তারই মাঝে হামলা চালালো কিয়েভ । ইউক্রেনের ওডেসা অঞ্চলের কমান্ডার ওলেহ কিপার বলেছেন, আজ সকালে এলাকার বন্দর ও বেসামরিক প্রতিষ্ঠানে রাশিয়ার হামলায় সাতজন আহত হয়েছে ।
ইউক্রেনীয় বিমান বাহিনী বলেছে যে তারা রাশিয়ার ৪৪ টি ড্রোনের মধ্যে ৩২ টি রাতারাতি গুলি করে নষ্ট করেছে, যার বেশিরভাগই ওডেসার দক্ষিণাঞ্চলে পাঠানো হয়েছিল। উল্লেখ্য,২০১৪ সালে ইউক্রেন ক্রিমিয়ান উপদ্বীপকে পৃথক করেছিল রাশিয়া । তারপর থেকেই ক্রিমিয়ান উপদ্বীপ বারবার ইউক্রেনীয় হামলার লক্ষ্যবস্তু হয়েছে ।।