এইদিন ওয়েবডেস্ক,খার্তুম,০৯ জুলাই : সুদানের রাজধানী খার্তুমে বিমান হামলায় অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে । আহত হয়েছে শিশুসহ আরও কয়েক ডজন । শনিবার দার-ই-ইসলাম অঞ্চলে এই হামলা হয় । এই হামলাকে সুদানে হিংসা শুরুর পর থেকে সবচেয়ে মারাত্মক হামলা হিসেবে মনে করা হচ্ছে । মোহাম্মদ হামদান দাগালোর নেতৃত্বে মিলিশিয়ারা এই বিমান হামলার জন্য সুদানী সেনাবাহিনীকে দায়ী করেছে । অন্যদিকে, স্থানীয় লোকজন জানিয়েছে যে মিলিশিয়ারা বাহিনী সুদানের সেনাবাহিনীর বিরুদ্ধে ড্রোন এবং বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রও ব্যবহার করেছে ।
সুদানের স্বাস্থ্যমন্ত্রী ঘোষণা করেছেন, এ দেশে হিংসা শুরু থেকে এযাবৎ ৩,০০০ মানুষ নিহত এবং ৬,০০০ বেশি আহত হয়েছেন । জাতিসংঘ আরও বলেছে যে এই সময়ের মধ্যে প্রায় ২৯ লক্ষ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে ।ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা দাবি করেছেন যে দ্রুত প্রতিক্রিয়াশীল মিলিশিয়ারা সংঘর্ষের শুরু থেকেই মানুষের বাড়িঘর এবং অন্যান্য বেসামরিক সুবিধাগুলি দখল করেছে । এছাড়া খার্তুম এবং পশ্চিম দারফুর অঞ্চলে মোহাম্মদ হামদান দাগালোর সাথে সম্পর্কিত জঙ্গি বাহিনী নারী ও অল্পবয়সী মেয়েদের নির্বিচারে ধর্ষণ করছে ৷ এদিকে আন্তর্জাতিক সম্প্রদায় এবং আঞ্চলিক দেশগুলির প্রচেষ্টা সত্ত্বেও, সুদানে বিবাদমান পক্ষগুলি দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতিতে পৌঁছাতে পারেনি ।।