এইদিন ওয়েবডেস্ক,টেক্সাস,২৫ মে : আমেরিকায় ফের বন্দুকধারীর হামলা । মঙ্গলবার টেক্সাসের রব এলিমেন্টারি স্কুলে ১৮ বছর বয়সী এক কিশোরের বন্দুক হামলায় ১৮ জন শিশুসহ মোট ২১ জনের মৃত্যু হয়েছে । নিহত শিশুরা দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণির পড়ুয়া । তাদের বয়স ৫ থেকে ১০ বছরের মধ্যে । সালভাদর রামোস নামে ওই আততায়ীকে হত্যা করেছে আমেরিকান পুলিশ । সান আন্তোনিও থেকে প্রায় ৮৫ মাইল পশ্চিমে রয়েছে ওই স্কুলটি ।
মঙ্গলবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে উভালদে শহরের রব এলিমেন্টারি স্কুলে সালভাদর রামোস নামে ওই কিশোর রাইফেল নিয়ে প্রবেশ করে এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে । টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট বলেছেন, ‘আততায়ী ১৮ জন ছাত্র গুলি এবং একজন শিক্ষককেও গুলি করে হত্যা করেছে ।এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে ৭০ বছর বয়সী এক মহিলা ও ১০ বছর বয়সী এক শিশুকে গুরুতর আহত অবস্থায় সান আন্তোনিও মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছে । হামলাকারী একটি হ্যান্ডগান এবং সম্ভবত একটি রাইফেল নিয়ে স্কুলে প্রবেশ করে এবং গুলি চালাতে শুরু করে ।’ গভর্নর জানান, বন্দুকধারীর নাম সালভাদর রামোস তিনি একই এলাকার বাসিন্দা ।
প্রসঙ্গত,ঘটনাটি বাফেলো সুপার মার্কেটে গুলি চালানোর মাত্র দশ দিনের মাথায় ঘটল । ওই দিন বন্দুকধারীর হামলায় ১০ জন নিহত হয়েছিলেন । টেক্সাসের মতই ২০১২ সালে স্যান্ডি হুক এলিমেন্টারি স্কুলেরও বন্দুক হামলা হয়েছিল । পরে ফ্লোরিডাতেও একই ধরনের হামলা হয় । ফ্লোরিডার পার্কল্যান্ডে ২০১৮ সালের মার্জরি স্টোনম্যান ডগলাস হাই স্কুলে বন্দুকধারীর হামলায় ১৭ জন নিহত হয়েছিল । তবে টেক্সাসের ঘটনাটি সবচেয়ে মারাত্মক বলে মনে করা হচ্ছে ।।