এইদিন ওয়েবডেস্ক,কিয়েভ,০৮ : ইউক্রেনের উত্তরাঞ্চলীয় শহর সুমিতে রাশিয়ার বিমান হামলায় ২১ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করে ফেসবুকে পোস্ট করেছেন স্থানীয় বাসিন্দা দিমিত্র ঝিভিৎস্কি নামে জনৈক এক ব্যক্তি । তাঁর দাবি,সোমবার রাত ১১টার দিকে সুমি ও আশপাশের এলাকায় রাশিয়া বিমান হামলা চালিয়েছে । হামলায় কয়েকজন শিশুসহ ২১ জনের বেশি মানুষ নিহত হয়েছেন বলে তিনি দাবি করেছেন । ঝিভিৎস্কি একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘শিশুদের হত্যা করা হচ্ছে। এর জন্য আমরা কখনই ক্ষমা করব না।’
উল্লেখ্য,ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হয় গত ২৪ ফেব্রুয়ারী থেকে । আজ হামলার ১৪ তম দিন । ইতিমধ্যে ইউক্রেনের বিভিন্ন শহরের নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছে রাশিয়া । ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং তাঁর উপদেষ্টা মিখাইল পোডোলিয়া যৌথভাবে ঘোষণা করেছেন,রাশিয়ান সামরিক বাহিনীর হামলায় এযাবৎ ২০২ টি স্কুল, ৩৪ টি হাসপাতাল ও ১৫০০ টি অ্যাপার্টমেন্ট সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে । এছাড়া ইউক্রেনের ৯০০ টি অ্যাপার্টমেন্টে জল,বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে ।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে,ইউক্রেনে ২৭ শিশুসহ ৪০৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছে । প্রাণ বাঁচাতে ইউক্রেন থেকে ১৭ লাখের বেশি মানুষ পাশের দেশগুলোতে আশ্রয় নিয়েছেন । এই যুদ্ধে ৪০ লাখের মত মানুষ ইউক্রেন ছাড়তে পারেন বলে অনুমান করছে ইউরোপীয় ইউনিয়ন ।
এদিকে রাশিয়ার ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করেছে বিশ্ব সম্প্রদায় । রাশিয়া বলেছে যে তারা দেশ থেকে তেল আমদানি বন্ধ করে দেবে । আন্তর্জাতিক অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৩০০ ডলার বাড়িয়ে দেবে বলে হুমকি দিয়েছে রাশিয়া । রাশিয়ার বিরুদ্ধে যদি নিষেধাজ্ঞা আরও বাড়ানো হয় তাহলে জার্মানির গ্যাস পাইপলাইনও বন্ধ করে দেওয়া হবে বলেও সতর্ক করে দিয়েছে মস্কো ।।