এইদিন ওয়েবডেস্ক,দোনেৎস্কে,০৪ মে : ইউক্রেনের পূর্বাঞ্চাল দোনেৎস্কে রুশ বাহিনীর হামলায় ২১ জন নাগরিক নিহত হয়েছেন । আহত হয়েছেন আরও ২৭ জন । উল্লেখ্য, মাস খানেক আগে ইউক্রেনের ক্রামতোরস্ক শহরের একটি রেল স্টেশনে রাশিয়ার সামরিক বাহিনীর হামলা চালিয়েছিল । ওই হামলায় ৫৯ জন ইউক্রেনীয় নিহত হয় । তারপর রুশ আক্রমণে একদিনে এটিই সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা বলে মনে করা হচ্ছে ।
মঙ্গলবার দোনেৎস্কের গভর্নর পাভলো কিরিলেনকো বলেন, ‘দোনেৎস্কের অ্যাভদিভকা কোক প্ল্যান্টে রাশিয়ার সামরিক বাহিনীর হামলা ও গোলাবর্ষণে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন । আহত হয়েছেন আরও ১৫ জন । লাইমান শহরে রাশিয়ার হামলায় আরও পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া ভুগলেদার শহরে ৪ জন এবং ভেলিকা নোভোসিল্কা ও শানড্রিগোলোভ গ্রামে নিহত হয়েছেন ২ জন ।’
এদিকে ইউক্রেনের খেরসন অঞ্চলে রাশিয়ার সেনাদের গোলাবর্ষণে একজন নিহত এবং ৪ জন আহত হয়েছে বলে ফেসবুকে পোস্ট করে জানিয়েছে কচুবিভস্কি রুরাল কমিউনিটি । বুধবার দোনেৎস্কের মাকেভকায় (Makeevka) একটি তেলের ডিপোতে রকেট হামলা হয় । ডিপোটি নিমেষের মধ্যে আগুন ধরে যায় ।।