এইদিন ওয়েবডেস্ক,খার্তুম,১৮ এপ্রিল : সুদানে সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সের (RSF) মধ্যে সংঘর্ষে বিগত ৩ দিনে ১৮০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে এবং কমপক্ষে ১,৮০০ জন আহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ । সুদানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ভলকার ব্রেটস সোমবার দেশের বর্তমান পরিস্থিতিকে “জটিল” হিসাবে বর্ণনা করেছেন এবং বলেছেন, সুদানের ক্ষমতার ভারসাম্য কোন দিকে ঝুঁকবে তা ভবিষ্যদ্বাণী করা কঠিন । তিনি হিংসা বন্ধ করতে সুদানের সেনাবাহিনী এবং আর এসএফের নেতৃত্বদের কাছে আহ্বান জানিয়েছেন ।
মিডিয়া রিপোর্টে জানা গেছে,বিগত তিন দিনের সংঘর্ষে সুদানের সেনাবাহিনী এবং র্যাপিড সাপোর্ট ফোর্স একে অপরের বিরুদ্ধে হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করেছে । সংঘর্ষের তীব্রতার কারণে খার্তুম আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট স্থগিত করা হয়েছে । সুদানের বিভিন্ন শহরের মধ্যে সেতুগুলোতে যান চলাচলের জন্য বন্ধ হয়েছে । উভয় পক্ষই একে অপরের অবস্থান দখলের দাবি করেছে ।উল্লেখ্য, সুদানের গৃহযুদ্ধ ব্যাপক আন্তর্জাতিক প্রতিক্রিয়ার সম্মুখীন হয়েছে ।।