এইদিন ওয়েবডেস্ক,দার্জিলিং,০৫ অক্টোবর : শনিবার রাত থেকে দার্জিলিং জেলায় প্রবল বৃষ্টিপাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে । এখনো পর্যন্ত অন্তত ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে । তার মধ্যে মিরিকে ৯ জনের,সুখিয়াপোখরিতে ৭ জনের এবং বিজনবাড়িতে একজনের মৃত্যু হয়েছে । ধসের নীচে এখনও অনেকে চাপা পড়ে আছেন বলে মনে করা হচ্ছে । ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে । এদিকে প্রবল বৃষ্টিতে দুধিয়ার বালাসন নদীর উপর আয়রন ব্রীজের একাংশ ভেঙ্গে পড়েছে ৷ বন্ধ হয়ে গেছে দার্জিলিং-মিরিক সড়ক যোগাযোগ ।
শনিবার রাত থেকে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় প্রবল বৃষ্টিপাত শুরু হয় । মিরিক, দুধিয়া, সুখিয়াপোখরি, নাগরাকাটা, বানারহাট, রামসাই প্রভৃতি এলাকায় ব্যাপক প্রভাব পড়ে । এছাড়া জলমগ্ন হয়ে গেছে কোচবিহারের দিনহাটা, আলিপুরদুয়ারের বিস্তীর্ণ এলাকা । বালাসন, তিস্তা, তোর্ষা, জলঢাকা, রায়ডাক, সংকোশ সহ পাহাড়ের নদিগুলিতে হঠাৎ করে জলস্তর প্রচুর বেড়ে গেছে । শালকুমারহাটের শিসামারা নদীর বাঁধ ভেঙে জল ঢুকছে নেপালিবস্তি, নতুনপাড়া, জলদাপাড়া বাজারে। হাজার খানেক মানুষ বাসিন্দা জলবন্দি হয়ে গেছে ।অন্যদিকে কামাখ্যাগুড়িতে একাধিক বাড়ি জলমগ্ন হয়ে গেছে । দার্জিলিং সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন।
এদিকে বিভিন্ন হোটেলে আটকে পড়েছেন বহু পর্যটক । দার্জিলিংয়ের পুলিশ সুপার প্রবীণ প্রকাশ তাদের হোটেল ছেড়ে না বের হওয়ার পরামর্শ দিয়েছেন । বক্সা টাইগার রিজার্ভের সমস্ত সাফারি আপাতত বাতিল করা হয়েছে।।