এইদিন ওয়েবডেস্ক,সিরিয়া,২৬ ডিসেম্বর : সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকার এবং বাশার আল-আসাদের ক্ষমতাচ্যুত সরকারের অনুগত বাহিনীর সাথে সংঘর্ষে কমপক্ষে ১৪ জন নিরাপত্তা বাহিনীর মৃত্যু হয়েছে । দ্য গার্ডিয়ান সংবাদপত্র আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রিপোর্ট করেছে যে “তার্তুস” শহরের উপকণ্ঠে একটি “সংঘর্ষ” এর ফলে হতাহতের ঘটনা ঘটে । প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনায় আরও ১০ জন আহত হয়েছে।
এদিকে, দেশটির নতুন স্বরাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেছেন যে যে কেউ সিরিয়ার নিরাপত্তার জন্য হুমকি বা এর নাগরিকদের জীবন বিপন্ন করবে তাদের দমন করা হবে । অন্যদিকে, সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, মিছিল সংক্রান্ত অস্থিরতার পর পুলিশ ‘হোমস’ শহরে কারফিউ জারি করেছে। তবে সিরিয়ার নতুন সরকারের মুখপাত্র এই নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে কিছু বলেননি। খবরে বলা হয়েছে, বিক্ষোভকারীরা বাশার আল-আসাদের নেতৃত্বাধীন প্রাক্তন সরকারের প্রতি অনুগত।।