এইদিন ওয়েবডেস্ক,সিডনি,১৪ ডিসেম্বর : আজ রবিবার অস্ট্রেলিয়ার (Australia) সিডনির বন্ডি সমুদ্র সৈকতে (Sydney’s Bondi Beach) ইহুদিদের ধর্মীয় অনুষ্ঠান “হানুক্কা” (Hanukkah) চলাকালীন সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে । দুই ইসলামপন্থী সন্ত্রাসী অত্যাধুনিক রাইফেল দিয়ে পুণ্যার্থীদের উপর নির্বিচারে গুলি চালায় । গুলিতে ঘটনাস্থলেই ১২ জন নিহত হয়েছেন । আহত হয়েছে আরও অন্তত ২৯ জন। ইতিমধ্যে পুলিশ দুই সন্ত্রাসবাদীকে চিহ্নিত করেছে ।
অসমর্থিত সূত্রে খবর,দুই সন্ত্রাসীর মধ্যে একজন হল পাকিস্তানের (Pakistan) বাসিন্দা নাভিদ আকরাম (Naveed Akram) এবং অন্যজন লেবাননের (Lebanon) বাসিন্দা খালেদ আল-নাবলুসি(Khaled Al-Nablusi) । সিডনির বন্ডি বিচে সন্ত্রাসী হামলার সময় দুই সন্তানের জনক এবং সাদারল্যান্ডের ফলের দোকানের মালিক ৪৩ বছর বয়সী আহমেদ এল আহমেদ দুই সন্ত্রাসীর মধ্যে একজনকে নিরস্ত্র করেছিলেন। পিছন থেকে ছুটে গিয়ে সন্ত্রাসীর অস্ত্র কেড়ে নেওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । কিন্তু এত হতাহত ঘটানোর পরে তিনি সন্ত্রাসীকে চলে যেতে দেওয়ায় প্রশ্ন উঠছে। তবে এটাও বাস্তব যে সন্ত্রাসীর কাছ থেকে অস্ত্র ছিনিয়ে না নিলে আরও হতাহতের ঘটনা ঘটতে পারত ।
এদিকে বামপন্থী দল শাসিত অস্ট্রেলিয়ান পুলিশ দাবি করছে যে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। দুই সপ্তাহ আগে, ক্যান্ডেস ওয়েন্স ভবিষ্যদ্বাণী করেছিলেন যে এরকম কিছু ঘটতে পারে। তারপরেও সন্ত্রাসী হামলার ঘটনা ঘটায় সিডনি পুলিশের ব্যার্থতাকে দায়ি করা হচ্ছে । অস্ট্রেলিয়ার কোনো কোনো সংবাদমাধ্যম এই ঘটনার সঙ্গে ইসলামপন্থী সন্ত্রাসীদের কোনো যোগ নেই বলে প্রচারও শুরু করেছে । ফলে সরকার ও মিডিয়ার এই প্রকার মিথ্যাচারকে সাধারণ অস্ট্রেলিয়ানদের সঙ্গে প্রতারণা হিসাবে দেখা হচ্ছে ।।

