এইদিন ওয়েবডেস্ক,দেরাদুন,০৪ আগস্ট : উত্তরাখণ্ডে কেদারনাথ যাত্রায় গিয়ে দূর্ঘটনার কবলে পড়লেন পূণ্যার্থীরা । বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে ১১ টা নাগাদ গৌরীকুন্ড পোস্ট ব্রিজের কাছে দুটি দোকানের উপর পাহাড় থেকে ভূক্ষলণ হয় । প্রবল বৃষ্টি চলায় সেই সময় দোকানদুটিতে বেশ কয়েকজন পূণ্যার্থী আশ্রয় নিয়েছিলে । দুই দোকানের মালিকসহ ১০ থেকে ১২ জন পূণ্যার্থী ধস চাপা পড়ে যান । অধিকাংশ পূণ্যার্থী নেপালের বাসিন্দা । বাকিদের বাড়ি ভরতপুর, সাহারানপুর, তিলওয়ারা প্রভৃতি এলাকায় । নিখোঁজদের মধ্যে বেশ কয়েকজন শিশু ও মহিলাও রয়েছেন বলে জানা গেছে । খবর পেয়ে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) এবং জাতীয় বিপর্যয় প্রতিক্রিয়া বাহিনী (এনডিআরএফ) দল দূর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয় । পরে ওই দুই দল উদ্ধার অভিযান শুরু করে ।
এসডিআরএফ-কমান্ড্যান্ট মণিকান্ত মিশ্র বলেছেন, ‘পাহাড় থেকে ভারী পাথর ও মাটি পড়ে যাওয়ায় উদ্ধারকাজ চালাতে সমস্যার মুখে পড়তে হচ্ছে ত্রাণ দলকে। জেলা প্রশাসন এবং বিপর্যয় মোকাবিলা দল ঘটনাস্থলে রয়েছে, এবং অবিচ্ছিন্ন অনুসন্ধান অভিযান চলছে ।’ বিগত ২৪ ঘণ্টা ধরে গৌরীকুণ্ড এলাকায় ভারী বৃষ্টিপাত চলছে,তার জেরেই এই ধস নামে বলে তিনি জানান ।
প্রসঙ্গত,জুন এবং জুলাই মাসে রুদ্রপ্রয়াগে ভারী বৃষ্টি হয় । প্রবল বর্ষণের জেরে জুনেই বেশ কয়েকদিনের জন্য কেদারনাথ যাত্রা বন্ধ করে দেওয়া হয়েছিল । আগস্টেও আবহাওয়া স্বাভাবিক হয়নি । ফলে কেদারনাথ যাত্রার যাত্রাপথ অত্যন্ত বিপদসঙ্কুল অবস্থায় আছে ।।