এইদিন ওয়েবডেস্ক,কুশিনগর(উত্তরপ্রদেশ),১৭ ফেব্রুয়ারী : উত্তরপ্রদেশের কুশিনগর(Kushinagar)
জেলার নেবুয়া নৌরাঙ্গিয়া(Nebua Naurangia) থানা এলাকায় বিয়ের অনুষ্ঠান চলাকালীন কূপের মধ্যে পড়ে সলিল সমাধি হল ১১ জনের । মৃতরা প্রত্যেকে মহিলা ও শিশু । এছাড়া আরও দু’জন গুরুতর আহত হয়েছে । ঘটনার বিবরণে জানা গেছে, নেবুয়া নৌরাঙ্গিয়া থানা এলাকার একটি বাড়িতে বুধবার বিয়ের অনুষ্ঠান ছিল । রাতে বসেছিল বিয়ের আসর । বাড়ির উঠনে অনুষ্ঠান মঞ্চ করে ধর্মীয় রীতি মেনে বিয়ে হচ্ছিল । সেই সময় বাড়ির কূপের স্ল্যাবের উপর বসে বিয়ের অনুষ্ঠান দেখছিলেন বেশ কয়েকজন মহিলা ও শিশু । কিন্তু ভারী বোঝার কারণে স্ল্যাবটি ভেঙে যায় । আর সকলে সরাসরি নিচে কূপের জলে গিয়ে পড়েন ।
৷ জানা গেছে,স্থানীয়রাই মূলত কুয়ো থেকে সকলকে উদ্ধার করে । অ্যাম্বুলেন্সে খবর দেওয়া হয় । কিন্তু বারবার ফোন করেও অ্যাম্বুলেন্সের দেখা মেলেনি বলে অভিযোগ । ইতিমধ্যে ঘটনাস্থলে আসে পুলিশবাহিনী । শেষে পুলিশের গাড়িতে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু চিকিৎসকরা ১১ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । দু’জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন । আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে ।
কুশিনগরের জেলাশাসক এস রাজলিঙ্গম সাংবাদিকদের বলেছেন, ‘আমরা জানতে পেরেছি একটি বিয়ের অনুষ্ঠানের সময় ঘটনাটি ঘটেছিল । কিছু লোক একটি কূপের স্ল্যাবের উপর বসে ছিলেন । কিন্তু এভারী বোঝার কারণে স্ল্যাবটি ভেঙে যায়। ফলে ১১ জনের মৃত্যু হয়েছে । আহত হয়েছেন ২ জন।’ মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন জেলাশাসক । এদিকে কুশিনগরের নেবুয়া নৌরাঙ্গিয়া থানা এলাকার ওই ঘটনায় শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ।।