এইদিন ওয়েবডেস্ক,তেহেরান,২৮ ডিসেম্বর : ইরানে আরও অন্তত ১০০ জন বিক্ষোভকারী মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে চলেছে বলে সোমবার একটি প্রতিবেদনে জানিয়েছে নরওয়ের রাজধানী অসলো স্থিত ইরানের মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা । চলতি বছরের ১৩ সেপ্টেম্বর ২২ বছরের কুর্দি তরুনী মেহসা আমিনি হিজাব না পালন করার জন্য ইরানের নৈতিক নিরাপত্তা পুলিশ তাঁকে পিটিয়ে মারার পর থেকেই ওই দেশ জুড়ে বিক্ষোভের আগুন জ্বলছে । বিক্ষোভ প্রশমন করতে রীতিমতো দমনপীড়ন চালাতে শুরু করেছে ইরান সরকার । বিক্ষোভকারীদের মধ্যে ভীতির সৃষ্টি করতে ইতিমধ্যে বেশ কয়েকজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে । কয়েক হাজার বিক্ষোভকারীকে গ্রেফতার করে জেলে ঢুকিয়ে অমানবিক নির্যাতন চালানো হচ্ছে । জেলের ভিতরে ধর্ষিতা হচ্ছেন মেয়েরা ।
ডিসেম্বরের ১২ তারিখে রেজা রাহনাভার্ড নামে বছর তেইশের এক যুবককে মৃত্যুদন্ড দেওয়া হয় । মাশহাদে প্রকাশ্য রাস্তায় ক্রেনের সাহায্যে তাঁর ফাঁসি কার্যকর করা হয়েছিল । নিরাপত্তা বাহিনীর দুই সদস্যকে হত্যার অভিযোগ আনা হয়েছিল ওই যুবকের বিরুদ্ধে ।
তার চার দিন আগে অর্থাৎ ৮ ডিসেম্বর ২৩ বর্ষীয় মহসেন শেখারির বিরুদ্ধে রাস্তা অবরোধ এবং এক মিলিশিয়া সদস্যকে আহত করার অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল । মানবাধিকার গোষ্ঠী শেখারির বিচার প্রক্রিয়াকে প্রহসন বলে ব্যাখ্যা করে নিন্দায় সরব হয়েছিল । মানবাধিকার কর্মীরা বলছেন, জনগণের মধ্যে ভীতি সৃষ্টির জন্য ইরান সরকার কর্তৃক গণবিক্ষোভ দমনের উদ্দেশ্যে একটি অংশের লোকদের নির্বিচারে মৃত্যুদণ্ড কার্যকর করছে । ইরান হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে,এখনো এমন ১০০ জন বিক্ষোভকারীকে আটকে রাখা যাদের যেকোনো সময় মৃত্যুদণ্ড কার্যকর করা হতে পারে । এই বিক্ষোভকারীদের মধ্যে রয়েছে পাঁচজন তরুনী । প্রতিবেদনে বলা হয়েছে যে গ্রেফতার করে রাখা বিক্ষোভকারীদের আইনি পরিষেবা এবং আইনজীবী নিয়োগের কোনো সূযোগই দেওয়া হচ্ছে না । ইরান হিউম্যান রাইটস ওয়াচের প্রধান মাহমুদ আমিরি মোগাদাম বলেছেন,’ইরানী কর্তৃপক্ষ চাইছে কিছু মৃত্যুদণ্ড কার্যকর করে বাকি বিক্ষোভকারীরা যেন ভয়ে ঘরে ঢুকে যায় ।’ পাশাপাশি তিনি বলেন, ‘এভাবে কিছু মানুষ প্রভাবিত হচ্ছে ঠিকই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কর্তৃপক্ষের বিরুদ্ধে আরও বেশি জনগণের ক্ষোভের সৃষ্টি হচ্ছে । বলা যেতে পারে ফাঁসির মাধ্যমে ভয় তৈরির কৌশল ব্যর্থ হয়েছে ।’
লন্ডন ভিত্তিক অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদন অনুসারে, ইরান সরকার ২০২১ সালে সে দেশে কমপক্ষে ৩১২ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে এবং চীনের পরে এটি বিশ্বের দ্বিতীয় দেশ যেটি সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করেছে ।।