এইদিন ওয়েবডেস্ক,০৫ নভেম্বর : পৃথিবীর সবচেয়ে কাছের ব্ল্যাক হোল চিহ্নিত করলেন জ্যোতির্বিজ্ঞানীরা । শুক্রবার (৪ নভেম্বর ২০২২ ) বিজ্ঞানীরা রিপোর্ট করেছেন যে এই ব্ল্যাক হোলটি পৃথিবী থেকে ১,৬০০ আলোকবর্ষ দূরে । এর ভর সৌরজগতের সূর্যের ১০ গুণ এবং আগে আবিষ্কৃত ব্ল্যাক হোলের ভরের তিনগুণের কাছাকাছি । ব্ল্যাক হোলটি তার সহচর নক্ষত্রের গতি পর্যবেক্ষণ করার পরে সনাক্ত করা হয় । বিজ্ঞানীরা বলেছেন যে ওই ব্ল্যাক হোলটি এবং এর সঙ্গী নক্ষত্রের মধ্যে দূরত্ব পৃথিবী এবং সূর্যের দূরত্বের প্রায় সমান ।
হার্ভার্ড-স্মিথসোনিয়ান সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিক্সের করিম আল-বাদারি বলেছেন যে ইউরোপিয়ান স্পেস এজেন্সির গায়া মহাকাশযান ব্যবহার করে প্রথম ব্ল্যাক হোলটি সনাক্ত করা হয় । বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য হাওয়াইয়ের জেমিনি ইন্টারন্যাশনাল অবজারভেটরির সাথে যৌথভাবে ফের গবেষণা করা হয়েছিল ।
বিজ্ঞানীদের এই গবেষণার ফলাফল রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির মাসিক বিজ্ঞপ্তিতে প্রকাশিত হয়েছে । তবে গবেষকরা এখনও নিশ্চিত নন কীভাবে এই সিস্টেমটি মিল্কিওয়েতে তৈরি হয়েছিল । এদিকে, দিন কয়েক আগে হাবল স্পেস টেলিস্কোপ দুটি নতুন গ্যালাক্সির একটি ছবি রেকর্ড করেছে, যেটি পৃথিবী থেকে ১০ লক্ষ আলোকবর্ষ দূরে রয়েছে বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা ।।