এইদিন ওয়েবডেস্ক,গুয়াহাটি,২৪ জানুয়ারী : আসামের গুয়াহাটিতে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (এনআইএ) বিশেষ আদালত, আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) ২ সন্ত্রাসীকে দোষী সাব্যস্ত করেছে ৷ ভারতীয় উপমহাদেশে আল কায়েদার সাথে যুক্ত একটি মডিউল হল একিউআইএস । সন্ত্রাসীদের
মধ্যে মামুনুর রশিদকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও বিভিন্ন অপরাধে তাকে সাধারন কারাদন্ড দেওয়া হয়েছে। দ্বিতীয় আসামি মুকিবুল হুসেনকে অন্যান্য অপরাধের জন্য অতিরিক্ত কারাদণ্ডের পাশাপাশি ছয় মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
২০২২ সালের মার্চ মাসে নথিভুক্ত করা মামলাটি আসামের বারপেটা জেলায় বাংলাদেশি নাগরিক সাইফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত একটি এবিটি মডিউল সংক্রান্ত । এনআইএ ২০২২ সালের আগস্টে আট অভিযুক্তের বিরুদ্ধে এবং ২০২৩ সালের আগস্টে আরও দু’জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছিল।।