এইদিন ওয়েবডেস্ক,গুয়াহাটি,৩১ ডিসেম্বর : নিষিদ্ধ বাংলাদেশী সন্ত্রাসী সংগঠন জামাত-উল-মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর সহযোগী ইমাম মাহমুদ কাফিলা (আইএমকে) এর সাথে যোগসূত্রের অভিযোগে ১১ জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে আসাম স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। এক সাংবাদিক সম্মেলনে গুয়াহাটির পুলিশ কমিশনার পার্থসারথি মহন্ত বলেন, কেন্দ্রীয় সংস্থাগুলির দেওয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে স্পেশাল টাস্ক ফোর্স (STF) ১১ জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে।তিনি বলেন,’গত রাতে ত্রিপুরার পাশাপাশি আসামের বরপেটা, চিরাং, বাকসা এবং দারাং জেলায় অভিযান চালানো হয় ।’ এসটিএফ প্রধান বলেন,’গ্রেপ্তার হওয়া এই সন্ত্রাসীরা বাংলাদেশি-ভিত্তিক সংগঠনগুলির সরাসরি নির্দেশে কাজ করছিল। তাদের মূল লক্ষ্য ছিল আসাম এবং উত্তর-পূর্বের বাকি অংশকে অস্থিতিশীল করা ।’ মহন্ত বলেন যে, পুলিশ দলগুলি একযোগে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ বাজেয়াপ্ত করেছে।
আসাম থেকে গ্রেফতার হয়েছে- নাসিম উদ্দিন ওরফে নাজিমুদ্দিন ওরফে তামিম (২৪), জুনাব আলী (৩৮), আফরাহিম হুসেন (২৪), মিজানুর রহমান (৪৬), সুলতান মেহমুদ (৪০), এমডি সিদ্দিক আলী (৪৬), রশিদুল আলম (২৮), মহিবুল খান (২৫), হুসেইন শাহরুখ (২৫), শাহরুখ (২৫)। তিনি বলেন, জাগির মিয়া (৩৩) কে ত্রিপুরায় গ্রেপ্তার করা হয়েছে। এদিকে এত বিপুল সংখ্যক বাংলাদেশি সন্ত্রাসবাদী গ্রেপ্তার হওয়ায় উদ্বেগ বেড়েছে ভারতে ।।

