এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৩ জুন : যার অভিযোগের ভিত্তিতে ২২ বছর বয়সী আইনের ছাত্রী এবং সোশ্যাল মিডিয়ার প্রভাবশালী শর্মিষ্ঠা পানোলিকে হরিয়ানার গুরুগ্রাম থেকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছে, সেই ওয়াজাহাত খানের বিরুদ্ধেই উঠেছে দেবী কামাক্ষা মাতা ও ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে কটুক্তি করার অভিযোগ । তার বিরুদ্ধে গতকাল পর্যন্ত দিল্লি, আসাম, উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাট প্রভৃতি রাজ্য মিলে মোট ২৭টি এফআইআর দায়ের হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে । আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা বলেছে, ‘অভিযুক্তকে(ওয়াজাহাত খান) গ্রেপ্তার করতে পশ্চিমবঙ্গে যাবে আসাম পুলিশ । আমরা বাংলার সরকারকে তাকে আসাম পুলিশের হাতে তুলে দেওয়ার অনুরোধ করব । এখন পশ্চিমবঙ্গ সরকার কতটা সহযোগিতা করে সেটা ভবিষ্যৎ বলবে ।’
পাশাপাশি ওয়াজাহাত খানের বিরুদ্ধে কলকাতা পুলিশও “ঘৃণাত্মক বক্তব্য” দেওয়া এবং “ধর্মীয় অনুভূতিতে আঘাত” করার অভিযোগে মামলা দায়ের করেছে বলে খবর । এদিকে ওয়াজাহাতের বাবা সাদাত খান আজ তক বাংলাকে বলেছেন, ‘আমার ছেলে ধর্মনিরপেক্ষ । সে নির্দোষ । ও কখনও হিন্দুধর্মকে অপমান করতে পারে না। শর্মিষ্ঠা পানোলির গ্রেফতারির পর থেকেই আমাদের হুমকি দেওয়া হচ্ছে।’ তিনি জানান, ওয়াজাহাতের প্রোফাইল হয়তো হ্যাক হয়েছে। পাশাপাশি শর্মিষ্ঠার পোস্ট সম্পর্কে তার প্রতিক্রিয়া হল, ‘সব ধর্মের সম্মান করা উচিত ।’ ওয়াজাহাত খানের বাবা আরও দাবি করেছেন যে গত রবিবার রাত থেকে নাকি তার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
রশিদী ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা ৩০ বর্ষীয় ওয়াজাহাত খান কলকাতা-২৪ গার্ডেনরিচ থানার রশিদি ফাউন্ডেশন আর-১৮৬ /এফ পাহাড়পুর রোড এলাকার বাসিন্দা। তার অভিযোগের ভিত্তিতে কলকাতা পুলিশ ১৫০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে গুরুগ্রাম থেকে ২২ বছর বয়সী আইনের ছাত্রী এবং সোশ্যাল মিডিয়ার প্রভাবশালী শর্মিষ্ঠা পানোলিকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করে এবং তাকে রাতারাতি বিমানে কলকাতায় নিয়ে আসে । বর্তমানে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন শর্মিষ্ঠা ।
শর্মিষ্ঠাকে গ্রেপ্তারের পরেই ওজাহাত খানের সোশ্যাল মিডিয়ায় পোস্টের স্ক্রীন শর্ট ভাইরাল হতে শুরু করে । যে পোস্টগুলিতে আসামের দেবী কামাক্ষা মাতা ও ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে তাকে নোংরা মন্তব্য করতে দেখা গেছে । এরপর পশ্চিমবঙ্গ ছাড়া ৫ বিজেপি শাসিত রাজ্যে ওজাহাত খানের বিরুদ্ধে একের পর অভিযোগ দায়ের হয় । এখনো বিভিন্ন রাজ্যে ব্যক্তিগত স্তরে কেউ কেউ অভিযোগ দায়ের করছেন। তার বিরুদ্ধে সবশেষে অভিযোগ দায়ের করে কলকাতা পুলিশ ।
জেলের মধ্যে শর্মিষ্ঠাকে নুন্যতম সুবিধা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ
শর্মিষ্ঠার আইনজীবী মহম্মদ সামিমুদ্দিন অভিযোগ করেছেন যে তিনি কিডনিতে পাথরে ভুগছেন । সেখানে তারা যথাযথ স্বাস্থ্যবিধি বজায় রাখা হচ্ছে না। তিনি অসুস্থ তাকে সংবাদপত্র এবং ম্যাগাজিন পড়তে দেওয়া হচ্ছে না । তাঁর মৌলিক অধিকার পাওয়ার জন্য আদালতে আমাদের আবেদন করবেন বলেও তিনি জানান ।
ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় টুইট করেছেন, ‘পশ্চিমবঙ্গ বিজেপির এখন আশু কর্তব্য, যে কোন মূল্যে শর্মিষ্ঠাকে জেল থেকে ছাড়িয়ে আনা। তাকে নির্যাতন করা হচ্ছে বলে শোনা যাচ্ছে। শর্মিষ্ঠাকে ছাড়িয়ে সেটাকে একটা নৈতিক জয় বলে প্রচার করলে বিজেপির জনসমর্থন বাড়বে।সেই সঙ্গে পশ্চিমবঙ্গের কাঠমোল্লাতন্ত্র কিভাবে একটা উনিশ বছর বয়সের মেয়ের পিছনে লেগেছে সেটাও মানুষকে জানাতে হবে।’।

