এইদিন ওয়েবডেস্ক,গুয়াহাটি,০১ সেপ্টেম্বর : গানের মধ্যে বিদ্বেষ ছড়ানোর অভিযোগে আলতাপ হুসেন নামে এক গায়ককে গ্রেফতার করেছে আসাম পুলিশ । তার গানের কথা অথুন বাবু ও মৌসুমীর গাওয়া বাংলাদেশি প্রতিবাদী গান ‘দেশ তা তোমার বাপার নকি’-এর মতো । যা স্থানীয় সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষ জাগিয়ে তোলে । সম্প্রতি নগাঁও জেলায় তিনজন মুসলিম যুবকের দ্বারা একটি নাবালিকা মেয়েকে ধর্ষণের পর আলতাপ হুসেনের এই গান উত্তেজনায় নতুন মাত্রা যোগ করে বলে অভিযোগ । গৌরীপুর থানার ওসি জে বৈশ্য বলেন,’তার বিরুদ্ধে গৌরীপুর থানায় বিএনএসের ১৯৬/২৯৯ ধারায় মামলা হয়েছে।’
আলতাপ হুসেনের এই গানটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে । এই গানে ‘মিয়ান’দের (বাংলাদেশ থেকে অভিবাসিত হয়ে আসামে বসতি স্থাপনকারী মুসলিমদের) নিজের দেশে ফেরত পাঠানোর আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণাকে চ্যালেঞ্জ করা হয়েছে। আসামি ভাষায় গাওয়া এই গানটির লিরিক্স হচ্ছে- ‘আসাম কি তোমার বাবার দেশ যেটা তুমি সবসময় মিয়ানকে তাড়িয়ে দিতে চাও?’ এবং ‘সবাই অপরাধ করে কিন্তু তুমি শুধু মিয়ানের দোষ খুঁজে পাও ।’
গানটি সম্ভাব্য জাতিগত উত্তেজনা বাড়িয়ে তোলার জন্য সমালোচিত হয়েছে, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের ব্যক্তিদের দ্বারা একজন নাবালকের গণধর্ষণের মতো সাম্প্রতিক ঘটনাগুলির আলোকে, যা ইতিমধ্যেই সাম্প্রদায়িক সংবেদনশীলতা বাড়িয়ে তুলেছিল । যেকারণে পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে আসাম সরকার ।।