এইদিন ওয়েবডেস্ক,গুয়াহাটি,১২ জানুয়ারী : ৭০ জনেরও বেশি বাংলাদেশী অনুপ্রবেশকারীকে পাচারের সময় আসামের পাথরকান্দিতে ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে শ্রীভূমিতে সেমি এনকাউন্টারে দিলওয়ার হুসেন নামে এক মানব পাচারকারীকে ধরে ফেললো আসাম পুলিশ । ধৃতের দিলওয়ার হুসেন ত্রিপুরার ধর্মনগরের বাসিন্দা । জানা গেছে,৭০ জনেরও বেশি বাংলাদেশী নাগরিককে নিয়ে বেআইনি ক্রসিংয়ের জন্য ফুলকান্দির কাছে একটি গোপন পথ ব্যবহার করছিল দিলওয়ার হুসেন ।
নিয়মমাফিক পুলিশি অভিযানের সময় ওই মানব পাচারকারী একজন অফিসারের রিভলবার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে । যার ফলে তার পায়ে গুলি চালাতে বাধ্য হয় পুলিশ । আহত হন একজন পুলিশ আধিকারিকও । ওই আধিকারিক ও দিলওয়ার হুসেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে । প্রসঙ্গত,এই ঘটনা আসাম ও ত্রিপুরা জুড়ে ওই মানবপাচারকারী অবৈধ কর্মকাণ্ড সীমান্ত নিরাপত্তার উদ্বেগকে তুলে ধরে ।।