এইদিন ওয়েবডেস্ক,গুয়াহাটি,১৩ ফেব্রুয়ারী : আসামে এখন পর্যন্ত ১.৫৯ লাখেরও বেশি মানুষকে ‘বিদেশী’ হিসেবে ঘোষণা করা হয়েছে। সোমবার (১২ ফেব্রুয়ারী ২০২৪) আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই তথ্য জানিয়েছেন। এছাড়া আসামের আরও ৯৬,০০০ মানুষকে ‘সন্দেহজনক’ হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি ।
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে উত্তর-পূর্ব রাজ্যে বর্তমানে ১০০ টির মতো ফরেনার্স ট্রাইব্যুনাল (FTs) কার্যকর রয়েছে৷ ট্রাইব্যুনালগুলি (FTs) আসামের ডি-ভোটারদের নাগরিকত্বের সমস্যা নিয়ে কাজ করে । আসামের মুখ্যমন্ত্রী রাজ্যের বিধানসভায় এ আই ইউ ডি এফ বিধায়ক আমিনুল ইসলামের উত্থাপিত প্রশ্নের জবাবে এই বিবৃতি দিয়েছেন ৷ মুখ্যমন্ত্রী বলেন,’১,৫৯,৩৫৩ জনকে এফটিএস ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বিদেশী হিসাবে ঘোষণা করা হয়েছে । এফটিগুলি গত বছরের শেষ অবধি ৩,৩৭,১৮৬ টি মামলা নিষ্পত্তি করেছে এবং ৯৬,১৪৯ টি মামলা বিভিন্ন এফটি-এর সামনে বিচারাধীন রয়েছে ।।