এইদিন ওয়েবডেস্ক,গুয়াহাটি,১০ মে : বাল্যবিবাহ রোধ করতে কড়া অবস্থান নিয়েছে আসামের হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন বিজেপি সরকার । এবারে রাজ্যে বহুবিবাহ বন্ধে উদ্যোগ শুরু হয়ে গেছে । আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে সরকার এই বিষয়টি পর্যালোচনা করার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে । ওই কমিটি সংবিধানের ২৫ অনুচ্ছেদের পাশাপাশি মুসলিম ব্যক্তিগত আইন (শরীয়ত) আইন,১৯৩৭-এর বিধানগুলি পর্যালোচনা করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী । যদিও হিমন্ত বিশ্ব শর্মা আসামে বহুবিবাহের পরিমাণ সম্পর্কে পরিসংখ্যান প্রকাশ করেননি । মুখ্যমন্ত্রী বলেছেন,’দক্ষিণ আসাম এবং মধ্য আসামের বরাক উপত্যকায় অনেকগুলি বহুবিবাহের নজির রয়েছে ।’ তবে ঘরোয়া ও শিক্ষিত মুসলমানদের মধ্যে বহুবিবাহের প্রবণতা কম বলে তিনি জানিয়েছেন ।
মুখ্যমন্ত্রী বলেন,’যখন বাল্যবিবাহের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল,তখন আমরা লক্ষ্য করেছি যে বহুবিবাহের অনেক ঘটনা রয়েছে । আমরা ৬০ থেকে ৬৫ বছর বয়সী সমাজের প্রভাবশালী এমন বহু ব্যক্তির সন্ধান পেয়েছি যে যারা বহুবিবাহ করেছেন ।
বাল্যবিবাহ রোধ করাই একমাত্র সমাধান নয়, বাল্যবিবাহের পরিসংখ্যান পর্যালোচনা করলে বহুবিবাহ নিষিদ্ধ করাও জরুরি।’ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বহু বিবাহ রোধে ইসলামিক পণ্ডিত, বুদ্ধিজীবী এবং সম্প্রদায়ের প্রভাবশালী ব্যক্তিদের সাথে আলোচনা করে সহমতের ভিত্তিতে সিদ্ধান্তে আসা হবে ।
প্রসঙ্গত,দেশে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড লাগু করার বিষয়ে দীর্ঘদিন ধরে বলে আসছে কেন্দ্রের বিজেপি সরকার । এটি তাদের নির্বাচনী ইস্তেহারেও আছে । কিন্তু শরিয়া ও ধর্মীয় রীতিনীতি রক্ষায় ভারতের মুসলিম গোষ্ঠী এবং অন্যান্য রক্ষণশীল ধর্মীয় গোষ্ঠী ও সম্প্রদায় এই আইনের বিরোধিতা করছে । আর তাদের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমর্থন করছে বিজেপি বিরোধী দেশের রাজনৈতিক দলগুলি । বহু বিবাহ রোধে আসাম সরকারের উদ্যোগ আদপে রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু করার প্রাথমিক ধাপ বলে মনে করা হচ্ছে ।।