এইদিন ওয়েবডেস্ক,গুয়াহাটি,১৬ আগস্ট : বিজেপি শাসিত রাজ্যগুলিতে বহুবিবাহ ও বাল্যবিবাহ বন্ধ করার জন্য আইন প্রণয়নের সিদ্ধান্তে দল বদ্ধপরিকর বলে জানালেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা । মঙ্গলবার গুয়াহাটিতে ৭৭ তম স্বাধীনতা দিবস উদযাপনের বক্তৃতার সময় একথা বলেন আসামের মুখ্যমন্ত্রী । তিনি স্পষ্ট করেন যে শীঘ্রই এই বিষয়ে একটি শক্তিশালী আইন আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । তাঁর নেতৃত্বাধীন সরকার আইন প্রণয়নের জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে এবং কমিটি ইতিমধ্যেই তাদের রিপোর্ট জমা দিয়েছে ।
প্রসঙ্গত,বহুবিবাহ ও বাল্যবিবাহ বন্ধ করতে আইন প্রণয়নের জন্য আইনি বিষয়গুলি খতিয়ে দেখতে চলতি বছরের ১১ মে চার সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছিল আসাম সরকার । ওই কমিটির চেয়ারপার্সন করা হয়েছে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি রুমি কুমারী ফুকন । এছাড়া রয়েছেন আসামের অ্যাডভোকেট জেনারেল দেবজিত সাইকিয়া, অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল নলিন এস কোহলি এবং অ্যাডভোকেট নেকিবুর জামান । কমিটি গত আগস্টে আসাম সরকারের কাছে প্রতিবেদন জমা দেয় ।
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন,’আমরা এখন রাজ্যে শীঘ্রই আইন প্রণয়নের দ্বারপ্রান্তে রয়েছি । বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট পাওয়ার পর রাজ্য এখন জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে নারীর ক্ষমতায়নের জন্য একটি ইতিবাচক ইকোসিস্টেম তৈরির কাছাকাছি রয়েছি আমরা ।’ তিনি আরও বলেন,’আমরা ২০২৬ সালের মধ্যে রাজ্যে বহুবিবাহ ও বাল্যবিবাহ বন্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ । আমাদের সরকার বাল্যবিবাহ বন্ধে দৃঢ় অবস্থান নিয়েছে এবং রাজ্য জুড়ে ইতিমধ্যে এর বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু হয়েছে ।’
মুখ্যমন্ত্রী জানান,এযাবৎ ৪,০০০ জনেরও বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে । আগামী সেপ্টেম্বরে বাল্যবিবাহের বিরুদ্ধে ফের অভিযান শুরু হবে বলে জানান তিনি ।।